এক্সক্লুসিভ, তথ্যপ্রযুক্তি | তারিখঃ ডিসেম্বর ১১, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 700 বার

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ও ভিয়েতনামের দুটি হ্যাকার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
এ ব্যাপারে শুক্রবার সামাজিক যোগাযোগের বৃহত্তম প্ল্যাটফর্মটির ওয়েবসাইটে এক বিবৃতিতে এ খবর জানানো হয়।
তাতে বলা হয়, ভিয়েতনামের ‘এপিটি থার্টি টু’ নামে একটি হ্যাকার গ্রুপ ও বাংলাদেশভিত্তিক একটি হ্যাকার গ্রুপ ফেসবুকের প্ল্যাটফর্ম ব্যবহার করে ম্যালওয়্যার ছড়াচ্ছে। সেই সঙ্গে অনেক মানুষের অ্যাকাউন্ট হ্যাক করছে। গ্রুপ দুটির এই সক্ষমতা শেষ করে দিয়েছে ফেসবুক।
বিবৃতিতে বলা হয় যারা ম্যালওয়্যার ছড়ানোসহ অন্যান্য অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ফেসবুকের প্ল্যাটফর্ম বা ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাকিং করছে তাদের শনাক্ত করতে ফেসবুকের নিরাপত্তা বিশেষজ্ঞরা কাজ করছে।
- সংবাদ সংলাপ/এমএস/দু

Leave a Reply