স্বর্ণদ্বীপের আপন নিবাস ফিরে পেল শতাধিক বক

মোহাম্মদ সোহেল, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরের স্বর্ণদ্বীপের প্রাকৃতিক অভয়ারণ্যে শতাধিক বক ছানা অবমুক্ত করা হয়েছে। এরআগে বাজারে বিক্রি করার সময় বক ছানাগুলোকে জব্দ করার পর সুস্থ করে তোলা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বক ছানাগুলোকে স্বর্ণদ্বীপের প্রাকৃতিক অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, গত ২৩ জুন নোয়াখালীর স্বর্ণদ্বীপ থেকে ধবল …বিস্তারিত