মোহাম্মদ সোহেল, নোয়াখালী :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের সেই চাঞ্চল্যকর ঘটনায় দায়ের করা মামলার রায় ঙ্গলবার। নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করার কথা রয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) বিকালে আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলী মামুনুর রশীদ লাভলু মঙ্গলবার রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ মামলায় মোট ১৩জনকে অভিযুক্ত করে ইতোমধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পিবিআই। অভিযুক্তদের মধ্যে ৯জন আসামী জেল হাজতে রয়েছে। অপর ৪জন পলাতক। গত এক বছরে আদালত বাদীসহ ৪০জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করেছেন। ইতোমধ্যে স্বাক্ষ্যগ্রহণসহ মামলার সকল কার্যক্রম শেষ হওয়ায় মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক রায়ের দিন ধার্য করেছেন।

২০২০ সালের ২ সেপ্টেম্বর ওই নারীকে তার ঘরে ঢুকে সংঘবদ্ধভাবে বিবস্ত্র করে নির্যাতন করে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারসহ তার লোকজন। নির্যাতনকারীরা ওই ঘটনা মোবাইলে ধারণ করে যা একই বছরের ৪ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গণমাধ্যমে ভিডিও এবং সংবাদ প্রকাশের পর নড়েছড়ে বসে প্রশাসন। পরে ওই নারী বাদী হয়ে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নগ্রাফি আইনে দুটি মামলা দায়ের করেন। যার মধ্যে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার রায় ঘোষণা করা হবে।

  • সংবাদ সংলাপ/এমএস/বি

Sharing is caring!