এনবি নিউজ : আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান আর নেই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল ৬টার দিকে মৃত্যু হয় তাঁর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত এ খবর নিশ্চিত করেছেন।
অমিত দাশ গুপ্ত জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান। পরে চিকিৎসার জন্য বিএসএমএমইউতে ভর্তি হয়েছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নাজমুল আহাসান গত ৮ জানুয়ারি হাইকোর্ট বিভাগ থেকে পদোন্নতি পেয়ে আপিল বিভাগে নিয়োগ পেয়েছিলেন।
জানা গেছে, গত রোববার সকাল পৌনে ১১টার দিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া চার বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠান ছিল। সেখানে তিন বিচারপতি শপথ নেন। তাঁরা হলেন—বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ। তবে, করোনায় আক্রান্ত হওয়ায় এফ আর এম নাজমুল আহাসান শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।