এনবি নিউজ : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছে।
আজ সোমবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলা পরিষদের সড়কে ডাকবাংলোর সামনে, প্রধান সড়ক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ সংঘর্ষ ঘটে।
এর মধ্যে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৩ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের নাম জানা যায়নি।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদারকে ফোন দিলেও তিনি ধরেননি। তবে উপজেলা বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ‘রায়পুর নতুন বাজার এলাকার শহীদ মিনারে আজ সকালে বিএনপির নেতাকর্মীরা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল দিতে যান। এটি তাদের কোনো আন্দোলন ছিল না। ভাষা শহীদদের শ্রদ্ধায় ফুল দেওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির ওপর হামলা চালায়। একপর্যায়ে নিজেদের রক্ষায় তারাও পাল্টা হামলা চালায়।’
অপরদিকে, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক তারেক আজিজ জনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা মিছিলের নামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খারাপ-খারাপ স্লোগান দেয়৷ এতে আমরা প্রতিবাদ করি। তারাই আমাদের ওপর প্রথমে ইট-পাটকেল ছোড়ে। এতে আমাদের ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন।’
জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান বলেন, ‘আমাদের নেতাকর্মীরা ফুল দিয়ে আসার পথে পেছন থেকে আওয়ামী লীগের লোকজন ইট-পাটকেল ছোড়ে। কোনো কারণ ছাড়াই আওয়ামী লীগ ঘটনাটি ঘটিয়েছে। এতে আমাদের অন্তত আট জন আহত হয়েছেন।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ‘শহীদ মিনারে ফুল দিয়ে আসার পথে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কেউই আটক নেই। কেউ এখনও অভিযোগও করেনি। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সত