• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন

আগামীকাল স্বপ্নের মেট্রোরেল চালুর মাহেন্দ্রক্ষণ

Avatar
সেন্ট্রাল ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ সংবাদটির পাঠক ১ জন

এনবি নিউজ : স্বপ্নের মেট্রোরেল চালুর মাহেন্দ্রক্ষণ বুধবার। এদিন স্বপ্নবাজ রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেলের উদ্বোধন করবেন। উত্তরার দিয়াবাড়ী মাঠে উদ্বোধনী অনুষ্ঠান শেষে টিকিট কেটে তিনি প্রথম যাত্রী হিসাবে মেট্রোরেলে উঠবেন। এরপর স্বপ্নের মেট্রোরেলে চড়ে তিনি আগারগাঁওয়ে নামবেন।

এদিকে মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষ্যে আজ সকাল ১০টায় আগারগাঁও স্টেশনের কনকোর্স লেভেলে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংবাদ সম্মেলন করবেন। এতে উদ্বোধনী আয়োজন থেকে শুরু করে ট্রেন পরিচালনার বিস্তারিত তুলে ধরা হবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক জানান, আন্তঃমন্ত্রণালয় সভায় সংশ্লিষ্টদের নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। উদ্বোধন অনুষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করার জন্য বিদ্যুৎ বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে যাওয়ার জন্য অতিথিরা যেসব সড়ক ব্যবহার করবেন, সেগুলো সুন্দর ও পরিচ্ছন্ন করতে বলা হয়েছে। এছাড়া সিকিউরিটি, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সের ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী জানান, মেট্রোরেল উদ্বোধনের ভেন্যু বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পরিবর্তে উত্তরার দিয়াবাড়ী মাঠ নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহে স্থান পরিবর্তন করা হয়েছে। তিনি আরও বলেন, উদ্বোধনের দুটি স্পটের কথা আমরা প্রধানমন্ত্রীকে জানিয়েছিলাম। খোলা মাঠে অনুষ্ঠানের ব্যাপারে প্রধানমন্ত্রী আগ্রহ প্রকাশ করায় দিয়াবাড়ী মাঠকেই বেছে নেওয়া হয়েছে। উদ্বোধন অনুষ্ঠান শেষে ট্রেনের প্রথম যাত্রী হবেন প্রধানমন্ত্রী। তিনি টিকিট কেটে উত্তরার উত্তর স্টেশন থেকে ট্রেনে উঠে আগারগাঁও এসে নামবেন।

ডিএমটিসিএল সংশ্লিষ্টরা জানান, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার পথে ৯টি স্টেশন রয়েছে। স্টেশনগুলোর মধ্যে রয়েছে উত্তরা উত্তর (দিয়াবাড়ী), উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও। উদ্বোধনী দিনে শুরু ও শেষের স্টেশন খুলে দেওয়া হবে। স্টেশনে লিফট, এস্কেলেটর ও সিঁড়ি দিয়ে ওঠা যাবে। তিনতলা স্টেশন ভবনের দ্বিতীয় তলায় টিকিট কাউন্টার। তিন তলায় প্ল্যাটফরম। শুধু টিকিটধারী ব্যক্তিরা ওই তলায় যেতে পারবেন। মেট্রোরেলের প্রতিটি ট্রেনে থাকবে ছয়টি কোচ। এতে ৫৪ জন বসতে পারবেন। সব মিলিয়ে একটি ট্রেনে বসে যেতে পারবেন ৩০৬ জন। ২০১২ সালে মেট্রোরেল প্রকল্প হাতে নেওয়া হয়। ২০১৭ সালে মূল কাজ শুরু হয়। এ প্রকল্প বাস্তবায়নে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা খরচ হচ্ছে।

কোম্পানি সূত্র জানায়, মেট্রোরেলের সর্বনিু ভাড়া ২০ টাকা। উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত ভাড়া ৬০ টাকা। সাপ্তাহিক, মাসিক, পারিবারিক টিকিট আগে থেকে কেনা যাবে। স্মার্ট কার্ডে ভাড়া পরিশোধ করলে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে।

উদ্বোধনী দিনে মেট্রোরেল চালাবেন মরিয়ম আফিজা। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর আফিজা মেট্রোরেলের চালক হিসাবে গত বছরের ২ নভেম্বর নিয়োগ পান। চট্টগ্রামের হালিশহরের রেলওয়ের ট্রেনিং একাডেমিতে তিনি দুই মাসের প্রশিক্ষণ নিয়েছেন। বর্তমানে উত্তরার দিয়াবাড়ীতে মেট্রোরেলের ডিপোতে কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ নিচ্ছেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৪:৫৯ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:১৮ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৫ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫০ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩০ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!