• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন

বিএনপির সাথে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

Avatar
সেন্ট্রাল ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৫ জুলাই, ২০২৩ সংবাদটির পাঠক ৬ জন

এনবি নিউজ : আজ শনিবার (১৫ জুলাই) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এখন এটাই প্রশ্ন, কেন বাংলাদেশে এসে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের নির্বাচন নিয়ে মতামত দিতে হচ্ছে? দক্ষিণ এশিয়ার কোনো দেশে তো তাদের হার্ডলি যেতে হচ্ছে না। কেন বাংলাদেশে আসতে হচ্ছে? ওদের মধ্যেও নিশ্চয়ই এমন প্রশ্ন। এই সরকারের অধীনে যে নির্বাচন প্রশ্নবিদ্ধ, নির্বাচন যে গ্রহণযোগ্য নয়–এটাইতো ভিত্তি। এই ভিত্তির ওপরই তো সারাবিশ্ব বাংলাদেশে নজর দিয়েছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের কনসার্ন (উদ্বেগ) প্রকাশ করছে।’

ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ‘ওরা (ইইউ) জানতে চাচ্ছে আসলে বাংলাদেশে আগামী নির্বাচনটা জনগণের ভোটে সম্ভব হবে কি—না। এটা একটা কথা। আমরা আমাদের পক্ষ থেকে সব সময় যেটা বলে আসছি, শুধু আমরা বলছি না; সারা দেশের জনগণ যা বলছে, বিশ্ব বিবেক যা বলছে–এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না। এদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না।’

আমীর খসরু অভিযোগ করে বলেন, ‘শুধু তাই না, বিএনপির নেতাদের মামলার বিচার যাতে তরান্বিত হয় সেজন্য চেষ্টা করছে। যাতে তারা নির্বাচনে প্রার্থী হতে না পারেন। এ কাজগুলো তো অব্যাহতভাবে চলছে। দেশে তো ভোট চুরি প্রতিদিন হচ্ছে। অতীতেও করেছে, সামনেও তাদের প্রক্রিয়ার মাধ্যমে জনগণকে বাইরে রেখে জোর করে নির্বাচন করে ক্ষমতায় যাবে। এসব বিষয় তো স্পষ্ট। বৈঠকে আলোচনায় এসব কথাও এসেছে। মূল কথা হলো আমরা বলেছি–এই সরকারের অধীনে নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারবে না। তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে না। তাদের সংসদ গঠন করতে পারবে না। তাদের সরকার গঠন করতে পারবে না।’

সকাল ৯টার দিকে বৈঠকটি শুরু হয়। বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি মানবাধিকারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ বৈঠকে অংশ নেন। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের ছয় সদস্য বৈঠকে অংশ নেন

দুপুর ১২টায় বনানীর শেরাটন হোটেলে বৈঠক হবে আওয়ামী লীগের সাথে।

এছাড়া ইইউ’র গুলশানের কার্যালয়ে বেলা আড়াইটায় জামায়াতে ইসলামীর সঙ্গে ও বিকেল চারটায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সঙ্গে বৈঠক হবে। জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এবি পার্টির নেতৃত্ব দেবেন দলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে রিকার্ডো চেলারির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের একটি প্রাক-তথ্যানুসন্ধানী দল গত রোববার ভোরে ঢাকায় আসে। ২৩ জুলাই পর্যন্ত প্রতিনিধি দলের সদস্যরা ঢাকায় থাকবেন। এ সময় প্রতিনিধি দলটি সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, নিরাপত্তা কর্মকর্তা, নাগরিক সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবে।

এরই মধ্যে সরকারের মন্ত্রী, সরকারি কর্মকর্তা, নির্বাচন কমিশন, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক দফা বৈঠক করেছে ইইউ প্রতিনিধিদল।

সফররত ইইউ প্রতিনিধিদল যে মূল্যায়ন প্রতিবেদন জমা দেবে, তার ওপর ভিত্তি করে আগামী জাতীয় নির্বাচনের আগে এখানে একটি পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইওএম) পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:০০ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:১৯ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৫ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫০ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩০ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!