এনবি নিউজ : সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবিতে গণমিছিলের কর্মসূচি দিয়ে আবার যুগপৎ আন্দোলনে ফিরল বিএনপি। আজ শনিবার ঢাকায় একযোগে গণমিছিল করবে বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল ও জোট। বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ দুটি গণমিছিল বের করবে। বরাবরের মতো ক্ষমতাসীন দল আওয়ামী লীগও রাজধানীতে পাল্টা সমাবেশ করবে।
এত দিন বিএনপির কর্মসূচি না থাকায় আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দেয়নি। গত ৬ আগস্ট বিএনপি গণমিছিলের কর্মসূচি ঘোষণা করলে সেদিনই আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি দেয়।
সর্বশেষ ২৫ আগস্ট বিএনপিসহ বিরোধীরা এক দফা দাবিতে ঢাকায় কালো পতাকার গণমিছিল করেছিল। ১৫ দিন পর একই দাবিতে আবার আজ ঢাকায় গণমিছিল করবে তারা। তবে এবারের গণমিছিলের কর্মসূচিতে একটু পরিবর্তন আনা হয়েছে। রাজধানীর কমলাপুর ও রামপুরা বাজার এলাকা থেকে বেলা আড়াইটায় দুটি গণমিছিল বের হবে। দুই দিক থেকে দুটি গণমিছিল নয়াপল্টনে মিলিত সেখানে সমাবেশ হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই গণমিছিল ও সমাবেশ হবে। এর আগে ঢাকায় পৃথক গণমিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ হতো। সেখানে বিএনপির জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দিয়ে গণমিছিলে অংশ নিতেন।
গত ১২ জুলাই এক দফার আন্দোলন শুরুর পর ঢাকায় মহাসমাবেশ, ঢাকার চার প্রবেশমুখে ‘অবস্থান’ কর্মসূচির পর গত দেড় মাসে কয়েক দফায় গণমিছিল ও কালো পতাকার গণমিছিল করেছে বিএনপিসহ বিরোধী দলগুলো। গত এক সপ্তাহে দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি নিয়ে ব্যস্ত ছিল বিএনপি। আজ গণমিছিলের মধ্য দিয়ে আবার যুগপৎ কর্মসূচিতে ফিরল বিএনপিসহ বিরোধীরা।