শক্তিশালী ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে ভারতের চেন্নাই বিমানবন্দর প্লাবিত হয়েছে।
ঘূর্ণিঝড়টি অন্ধ্র প্রদেশে আঘাত হানার আগে তামিল নাড়ুর উপকূলীয় অঞ্চল দিয়ে অতিক্রম করায় চেন্নাইয়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। খবর এনডিটিভির।
এক ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দরের পুরো রানওয়ে পানিতে ডুবে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশনা দিয়েছে।
ভারী বৃষ্টিপাতের কারণে রানওয়ে ডুবে যাওয়ায় বিমানবন্দরের কার্যক্রম সাময়িক সময়ের জন্য স্থাগিত রাখা হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে বেশ কিছু ফ্লাইটও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে মনে হচ্ছে বিমানবন্দরটি সমুদ্রে পরিণত হয়েছে। রবিবার স্থানীয় সময় রাত ১১ টায় বিমানবন্দরটি সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে শহরের কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পাশাপাশি ইন্টারনেট সেবাও বন্ধ রয়েছে। এখনও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে চেন্নাইয়ে সোমবার (৪ ডিসেম্বর) জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে।
ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়ের প্রভাবে চেন্নাই ও তার আশেপাশে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে।