• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:২৮ পূর্বাহ্ন

বাংলাদেশকে কোভিড-১৯ মোকাবিলায় জরুরি সামগ্রী দিচ্ছে যুক্তরাষ্ট্র

Avatar
সেন্ট্রাল ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৬ জুন, ২০২১ সংবাদটির পাঠক ১ জন

এনবি নিউজ : বাংলাদেশকে কোভিড-১৯ মোকাবিলায় জীবনরক্ষাকারী জরুরি সামগ্রী দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকার ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএইড) সহায়তায় বাংলাদেশকে জীবনরক্ষাকারী এসব জরুরি সামগ্রী দিচ্ছে।

ইউএসএইড এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হাজার হাজার স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় ২ মিলিয়নের (২০ লাখ) বেশি পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ট্রাভিস বিমানঘাঁটি থেকে বিমানবাহিনীর সি-১৭ ফ্লাইট ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছে।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত বিমানবাহিনীর ট্রাভিস ঘাঁটিতে বাংলাদেশে পাঠানোর জন্য বোঝাই হওয়া কোভিড-১৯ মহামারিতে জীবনরক্ষাকারী জরুরি সামগ্রী ঘুরে দেখেছেন।

সেক্রেটারি অব ডিফেন্স লয়েড অস্টিন বলেন, বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের বিষয়টি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস, এই সহায়তা আমাদের মজবুত ও ক্রমবিকাশমান বন্ধনের দৃষ্টান্ত। বাংলাদেশের জনগণকে সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ও ট্রাভিস বিমান বাহিনীঘাঁটিকে তাদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাই।

করোনা প্রতিরোধে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় দাতা দেশগুলোর একটি। যুক্তরাষ্ট্র এ পর্যন্ত বিভিন্ন সংস্থার মাধ্যমে ৮০ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা প্রতিরোধে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশেই রয়েছে। যুক্তরাষ্ট্র স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে এবং ২০২২ সালে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ৫০ বছর উদযাপন কবে।

এর আগে যুক্তরাষ্ট্র গত ২০ বছরে বাংলাদেশকে ১ বিলিয়ন ডলারের বেশি স্বাস্থ্য সহায়তা দিয়েছে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:০০ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:১৯ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৫ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫০ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩০ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!