• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন

আফজাল হোসেন ও মৌ জুটি হিসেবে মুখোমুখি

Avatar
সেন্ট্রাল ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১০ জুলাই, ২০২১ সংবাদটির পাঠক ১ জন

এনবি নিউজ : নন্দিত বিজ্ঞাপন নির্মাতা-অভিনেতা আফজাল হোসেন, মডেলদের মডেল সাদিয়া ইসলাম মৌ এবং বরেণ্য নির্মাতা ও সংগঠক সৈয়দ সালাহউদ্দীন জাকী- তারা কেউ কখনোই টিভি ফিকশনে খুব বেশি ব্যস্ত হননি। অথচ তাদের প্রত্যেকের জীবনের সিংহভাগ কেটেছে টিভিকে ঘিরে। এরমধ্যে যেটুকু কাজ করেছেন, একেবারে নিজের মতো করে- বেছে ও মেপে।

সেই ধারাবাহিকতায় এবার এক হলেন তিনজনই। বিজ্ঞাপন নয়, নির্মাণ করলেন বিশেষ টেলিছবি। ক্যামেরার পেছনে ছিলেন সালাহউদ্দীন জাকী, জুটি হিসেবে মুখোমুখি দাঁড় করালেন আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌকে। জানা গেছে, দু’জনার এটাই প্রথম টেলিছবি।

ছবিটির নাম ‘মনের আড়ালে মন’। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন গাজী নূর, শরীফ সিরাজ, মিলি বাশার, নাজিবা বাশার, মাসুম বাশার, তুষার খান প্রমুখ।

একুশে পদকপ্রাপ্ত নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকী বলেন, ‘ঠিক এক বছর আগে আফজালকে নিয়ে একটি টেলিছবি বানিয়েছিলাম। আবারও তাকে নিয়েই আরেকটি কাজ করলাম। তার চরিত্রটি এবার একেবারেই ভিন্ন মাত্রার। থাকছে সাদিয়া মৌ-এর অসাধারণ অভিনয়। তার চরিত্রটিও বেশ গুরুত্বপূর্ণ।’

টেলিছবিটির গল্প প্রসঙ্গে জাকী ভাষ্যে সারসংক্ষেপ এমন, ‘মোহ আর ভালোবাসা এক নয়। মোহ পরাজিত হয়, প্রেমের জয় হয়। সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে প্রেমের বহুমাত্রিক উপস্থাপনা রয়েছে এই গল্পে। কাছের মানুষ, অথচ কেউ কেউ অনেক দূরের। এখানে তথাকথিত ভিলেন বা কালো চরিত্র নেই। আছে ভিন্ন মানসিকতার কিছু উচ্চাভিলাষী চরিত্র। মনের আড়ালে মন, মন টানবে সবার।’

জানা গেছে সদ্য শুটিং শেষ হওয়া ‘মনের আড়ালে মন’ টেলিছবিটি প্রচার হবে চ্যানেল আইয়ে ঈদের বিশেষ আয়োজনে।

গত বছর ঠিক এই মাসেই সৈয়দ সালাহউদ্দীন জাকী আফজাল হোসেনকে নিয়ে নির্মাণ করেন টেলিছবি ‘অগ্নিফসল’। অন্যদিকে গত তিন দশকে আফজাল হোসেনের নির্মাণে অসংখ্য বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন সাদিয়া ইসলাম মৌ।

টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:০০ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:১৯ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৫ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫০ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩০ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!