• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:০২ পূর্বাহ্ন

করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় রাজশাহীতে ১৬, কুষ্টিয়ায় ১১, বরিশালে ১৩ জনের মৃত্যু

Avatar
সেন্ট্রাল ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৭ জুলাই, ২০২১ সংবাদটির পাঠক ১ জন

এনবি নিউজ : করোনা পজিটিভ এবং করোনা উসর্গ নিয়ে  গত ২৪ ঘন্টায় রাজশাহীতে ১৬, কুষ্টিয়ায় ১১, বরিশালে ১৩ জনের মৃত্যু ঘটেছে। বিভিন্নস্থান থেকে আমাদের প্রতিনিধিদের রিপোর্ট :

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে ১১ জনের মৃত্যু

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সাত জনের করোনা পজিটিভ এবং চার জনের করোনার উপসর্গ ছিল বলে জানিয়েছেন হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম।

মো. মেজবাউল আলম জানান, বর্তমানে হাসপাতালে ২১৮ জন করোনায় আক্রান্ত রোগী এবং ৬৭ জন উপসর্গ নিয়ে মোট ২৮৫ জন ভর্তি রয়েছে।

এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৮০ জনের নমুনা পরীক্ষা করে ৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৪২ শতাংশ।

করোনা : বরিশাল বিভাগে এক দিনে ১৩ মৃত্যু, শনাক্ত ১৫৬

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে নয় জন এবং করোনা ওয়ার্ডে তিন জন মারা গেছে।

এ ছাড়া বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৮৭ জনে।

ডা. বাসুদেব কুমার দাস জানান, করোনায় মোট আক্রান্ত ২৫ হাজার ২৮৭ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৬ হাজার ৭৫০ জন।

আক্রান্তের সংখ্যার হিসাবে বরিশাল জেলায় নতুন সর্বাধিক ১০৪ জন নিয়ে মোট ১০ হাজার ৭৮৮ জন, পটুয়াখালীতে নতুন ১০ জন নিয়ে মোট তিন হাজার ১৩৭ জন, ভোলায় নতুন ৩৮ জনসহ মোট দুই হাজার ৫২৫ জন, পিরোজপুরে নতুন শনাক্ত না থাকায় মোট তিন হাজার ৪৬৮ জন, বরগুনা জেলায় নতুন একজন নিয়ে মোট আক্রান্ত দুই হাজার ১৫৬ জন এবং ঝালকাঠিতে নতুন তিন জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ২১৩ জন।

এদিকে, শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে নয় জনের এবং করোনা ওয়ার্ডে তিন জনের মৃত্যু হয়েছে। শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৬৫৩ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ২৪৬ জনের মৃত্যু হয়েছে। আর, উপসর্গ নিয়ে মৃত ৬৫৩ জনের মধ্যে ১৯ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

শেবাচিম হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনার আইসোলেশন ওয়ার্ডে ৩০ জন এবং করোনা ওয়ার্ডে পাঁচ জন ভর্তি হয়েছে। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২৫৩ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ৮৪ জন করোনা ওয়ার্ডে এবং ১৬৯ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন।

গত ২৪ ঘণ্টায় আরটি পিসিআর ল্যাবে মোট ২১৯ জন করোনা পরীক্ষা করায়। এর মধ্যে পজিটিভ শনাক্তের হার ৬৪ দশমিক ৩৮ শতাংশ।

রাজশাহীতে করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টার মধ্যে তাঁদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে আট জন এবং উপসর্গ নিয়ে ছয় জন মারা গেছেন। এ ছাড়া করোনা নেগেটিভ হওয়ার পর দুজনের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ৬৬ জন। আর, সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৭ জন। হাসপাতালের ৪৫৪টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে বর্তমানে রোগী ভর্তি আছে ৫২৭ জন।

এদিকে, জেলা সিভিল সার্জন অফিস থেকে পাঠানো তথ্যে জানা গেছে, গতকাল শুক্রবার জেলায় ৭৭৬ জনের নমুনা পরীক্ষা করে ১৬৩ জনের করোনা পজিটিভ এসেছে। নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্তের হার ১৯ দশমিক ৫৯ শতাংশ।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:০০ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:১৯ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৫ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫০ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩০ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!