এনবি নিউজ : জাল জামিন আদেশ ব্যবহার করে মাগুরা জেলা কারাগার থেকে তিন আসামি মুক্তি পাওয়ার ঘটনায় যশোর কেন্দ্রীয় কারাগারের সাবেক জেলার জাকের হোসেনকে বরখাস্ত করা হয়েছে। যিনি বর্তমানে হবিগঞ্জ জেলা কারাগারে জেল সুপার হিসেবে কর্মরত আছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখার উপসচিব তাহনিয়া রহমান চৌধুরীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয় গত শনিবার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাগুরা জেলা কারাগারে জাল জামিন আদেশ ব্যবহার করে তিনজন আসামি জামিনে মুক্তি পাওয়ার ঘটনায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল আপিলের আদেশ মোতাবেক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে যশোর কেন্দ্রীয় কারাগারের প্রাক্তন জেলার জাকের হোসেনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি আর্থিক বিধিবিধান মোতাবেক খোরাকী ভাতা প্রাপ্য হবেন।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো এবং এটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এ টি