এনবি নিউজ : রাজধানীর শ্যামলীতে ‘ইডেন অটোস’ নামের একটি মোটরসাইকেল শোরুমে ডাকাতির ঘটনায় ৬ ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার রাতে দেশীয় অস্ত্রসহ ঢাকার কেরানীগঞ্জ ও ধামরাই থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতির মাধ্যমে লুণ্ঠিত অর্থ উদ্ধার করা হয়।
রোববার সকালে রাজধানীর কারওয়ানবাজার র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।
র্যাব জানায়, সাম্প্রতিক সময়ে আলোচিত রাজধানীর শ্যামলীতে অবস্থিত ‘ইডেন অটোস’ মোটরসাইকেল শোরুমে ডাকাতির ঘটনার মূলহোতা জহিরুল ইসলাম জহিরসহ ডাকাত চক্রের ছয় সদস্যকে ঢাকার কেরানীগঞ্জ ও ধামরাই থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় লুণ্ঠিত অর্থ ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।
১২ অক্টোবর সন্ধ্যায় শ্যামলীতে উত্তরা মোটরসের ডিলার ‘ইডেন অটোস’-এ ঢুকে দুজনকে কুপিয়ে টাকা-পয়সা লুট করা হয়।
এ টি