এনবি নিউজ : রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বুলবুল হোসেন নামে একজন চিকিৎসক খুন হয়েছেন বলে জানা গেছে। রোববার (২৭ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে নিজ বাসার সামনে এই হামলার শিকার হন তিনি।
এ খবর নিশ্চিত করেছেন মিরপুর থানার এস আই নাসির। তিনি জানান, আহত বুলবুলকে প্রথমে এক বেসরকারি মেডিক্যালে নেওয়া হয়। সেখান থেকে শেরেবাংলা নগরের সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা গেছেন ওই চিকিৎসক। তবে অন্য কোনো ঘটনা আছে কি না তদন্ত করে দেখা হচ্ছে। তার মৃতদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
নিহত বুলবুলের একজন ঘনিষ্ঠ বন্ধু জানান, এই হত্যাকান্ডের পেছনে অন্য কোনো কারনও থাকতে পারে। বুলবুল চিকিৎসা পেশার পাশাপাশি ব্যবসাও করতেন। তিনি একজনের কাছে ২০ লাখ টাকা পেতেন এবং সেই পাওনা টাকা চাইতে গিয়ে তিনি হুমকিরও শিকার হয়েছিলেন। এই বিষয়ঙটিও তদন্ত করে দেখা উচিত।
ডা: বুলবুলের গ্রামের বাড়ি রংপুরে। তিনি ২০০৫-২০০৬ সালের দিকে মগবাজার ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ থেকে বিডিএস পাশ করেন। এরপর থেকে মগবাজারে রংপুর ডেন্টাল নামে একটি প্রতিষ্ঠানে বসে তিনি রোগী দেখতেন।