এনবি নিউজ : রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটিতে ডেঙ্গু প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে। সেখানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামও রয়েছেন।
জাপান গার্ডেন সিটির কয়েকটি ভবনের বেজমেন্টে এডিস মশার লার্ভা পাওয়ার পর আতিকুল ইসলাম বলেন, ‘জাপান গার্ডেন এখন মশার গার্ডেন। এটি মৃত্যুকূপে পরিণত হয়েছে।’
অভিযানের শুরুতে জাপান গার্ডেন সিটির ১ নম্বর ভবনের বেজমেন্টে যান মেয়র আতিকুল। সেখানে একটি জায়গায় স্তূপ করা ময়লা, ডাবের খোসা এবং পানি জমে থাকতে দেখা যায়।
এরপর তিনি জাপান গার্ডেন সিটির ৬ নম্বর ভবনের পেছনে নির্মাণাধীন একটি ভবনের বেজমেন্টে যান। সেখানে জমে থাকা পানিতে প্রচুর এডিস মশার লার্ভা পাওয়া যায়।
৭ নম্বর ভবনের বেজমেন্টে গিয়েও আরও বেশি পরিমাণে এডিস মশার লার্ভা পাওয়া গেছে।
জাপান গার্ডেন সিটিতে ২৭টি ভবনে ১ হাজার ৭০০টি ফ্ল্যাট আছে। ভবনগুলোয় প্রায় ১০ হাজার মানুষের বসবাস।