এনবি নিউজ : বিরোধী দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে, তার দায়-দায়িত্ব সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ‘আমরা আশা করি, শান্তিপূর্ণ এই কর্মসূচিতে সরকার ও সরকারি দল কোনও প্রকার উসকানি বা বাধা প্রদান করবেন না।’
আজ শনিবার (২২ জুলাই) বিকালে সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের পক্ষে মঞ্চের সমন্বয়ক সাইফুল হক এ কথা বলেন। এসময় তিনি যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ২৭ জুলাই (বৃহস্পতিবার) বিকাল ৩টায় ঢাকায় সমাবেশের ঘোষণা দেন। সমাবেশের স্থান পরে জানানোর কথা বলা হয়।
রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলন-এর কেন্দ্রীয় দফতরে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন প্রমুখ।
এ টি