এনবি নিউজ : সন্ত্রাস ও নৈরাজ্যের পথ পরিহার করে বিএনপিকে গণতন্ত্রের পথে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী।
রোববার (২২ জুলাই) রাজধানীতে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শান্তি সমাবেশে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘নির্বাচনের কোনো বিকল্প নেই। জনগণের মুখোমুখি হয়ে ভাগ্য পরীক্ষা করতে হবে বিএনপিকে।’
আগামীতে যে কোনো কর্মসূচিতে কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকারও নির্দেশনা দেন তিনি।
এরআগে, দুপুর থেকে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল। বিকেলে মঞ্চে ওঠেন কেন্দ্রীয় নেতারা।
দেশব্যাপী বিএনপি জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা।
তারা বলেন, আগামী নির্বাচন সামনে রেখে রাজপথে থাকবে আওয়ামী লীগের কর্মীরা। বিরোধীরা আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করারও হুঁশিয়ারি দেন তারা।
এ টি