এনবি নিউজ : মাঠের নেতাদের ‘চাঙা’ করতে আজ রোববার গণভবনে বসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের বর্ধিত সভা। জাতীয় সংসদ নির্বাচন, বিএনপিসহ বিরোধীদের সরকারবিরোধী আন্দোলন ও নির্বাচন নিয়ে পশ্চিমাদের জোরালো তৎপরতা—এই ত্রিমুখী রাজনৈতিক বাস্তবতায় দলের সর্বস্তরের নেতা ও জনপ্রতিনিধিদের ঢাকায় ডাকা হয়েছে।
আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, বিএনপি নির্বাচনে অংশ নিলে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ ছাড়া জয় পাওয়া কঠিন হবে। আবার বিএনপি ভোট ঠেকাতে চাইলে সে ক্ষেত্রেও আওয়ামী লীগের মধ্যে ঐক্য প্রয়োজন। ফলে রাজপথ ও ভোটের মাঠ—দুটোতেই জয় চাইলে দলকে অতীতের চেয়ে এখন আরও বেশি সংগঠিত হওয়া প্রয়োজন। এ জন্য মাঠের নেতাদের উজ্জীবিত করতে এবং নির্বাচনী বার্তা দিতেই আজকের বৈঠক ।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল এনবি নিউজকে বলেন, ভোটের আগে তৃণমূলের নেতারা দলীয় প্রধান শেখ হাসিনার দিকনির্দেশনা পেতে উদ্গ্রীব হয়ে আছেন। তাঁরাও নেত্রীকে কাছে পেয়ে মন খুলে কথা বলবেন। আসলে দলকে আরও সংগঠিত ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই এই বর্ধিত সভার আয়োজন করা হয়েছে।