এবারের কোরবানির বাজারে চট্টগ্রামের সবচেয়ে বড় গরু এটি—এমন কথা রটে যাওয়ার পর খামারে মানুষের আনাগোনা বেড়ে গেছে বলে জানান পরিচর্যাকারীরা। কঠোর বিধিনিষেধ শুরু হওয়ার আগে প্রায় প্রতিদিনই মানুষ গরুটি দেখতে আসতেন। ছবি তুলতেন।
সারা অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক আলিফ চৌধুরী এনবি নিউজকে বলেন, হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু এটি। চঞ্চল, খানিকটা রাগী। বয়স সাড়ে চার বছর। তাঁদের খামারে আনা হয়েছে সাত মাস আগে। এর আগে ঢাকার একটি খামারে ছিল। তাঁদের খামারে এনে নাম রাখা হয়েছে ‘মিস্টার বাংলাদেশ’। তিনি বলেন, অত্যন্ত আরামপ্রিয় গরু এটি। শুকনা জায়গায় ফ্যান ছেড়ে রাখতে হয়। পরিচর্যার জন্য তিন–চারজনকে ব্যস্ত থাকতে হয়।
অনলাইনেও চলছে বিক্রি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সারা অ্যাগ্রো ফার্মের নামে পেজ রয়েছে। এ পেজের মাধ্যমে চলছে গরু বিক্রির কাজ। কর্তৃপক্ষ বলছে, তাদের খামারে মিস্টার বাংলাদেশ ছাড়া আরও ৪০০টি গরু রয়েছে। ইতিমধ্যে অর্ধেক গরু বিক্রি হয়ে গেছে। এ ছাড়া ঢাকার মোহাম্মদপুরে চন্দ্রিমা মডেল টাউনে রয়েছে তাদের খামারের আরেকটি শাখা। ওই খামারে ২০০টি গরু আছে। ইতিমধ্যে ৬০ শতাংশ গরু বিক্রি হয়েছে। আর অনলাইনের মাধ্যমেই বেশির ভাগ গরু বিক্রি হচ্ছে।
খামারের ব্যবস্থাপনা পরিচালক আলিফ চৌধুরী বলেন, করোনা সংক্রমণের হার বাড়ছে। অনেকেই এবার ভিড় ঠেলে বাজারে গিয়ে গরু কিনবেন না। এ কারণে আগেভাগেই অনলাইনে গরুর বিস্তারিত দেখে খামারে এসে কিনে নিচ্ছেন কেউ কেউ। এ ছাড়া প্রতিনিয়ত ফেসবুক পেজে গরুর ছবি ও দাম পোস্ট করেন তাঁরা।
আজ দুপুরে নুরুল আকতার নামের এক ব্যবসায়ী এসেছিলেন গরু দেখতে। তাঁর বাড়ি চট্টগ্রাম নগরের সিঅ্যান্ডবি এলাকায়। তিনি বলেন, কঠোর বিধিনিষেধ চলছে। করোনা সংক্রমণের হারও বাড়ছে। এ অবস্থায় বাজারে গিয়ে ভিড়ের মধ্যে গরু কেনা ঝুঁকিপূর্ণ। ফলে খামার কিংবা গ্রামের বাসাবাড়ি থেকে গরু কিনতে চান তিনি। মূলত এ কারণেই গরু দেখতে এসেছেন। দামে মিলে গেলে কিনে ফেলবেন।