• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন

শিক্ষা প্রতিষ্ঠান খোল-বন্ধের বিষয়ে আদালতের নির্দেশের অপেক্ষা

Avatar
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ সংবাদটির পাঠক ৯ জন

পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে নাকি খোলা থাকবে তা এখন উচ্চ আদালতের সিদ্ধান্তে আটকে গেছে। রমজানে শিক্ষা মন্ত্রণালয়ের স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ গতকাল সোমবার স্থগিত হয়নি।

এ বিষয়টি নিষ্পত্তির জন্য আজ মঙ্গলবার (১২ মার্চ) আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে নাকি বন্ধ থাকবে সে ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দিতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। এতে আজ শিক্ষা প্রতিষ্ঠান খোলা-বন্ধ নিয়ে হযবরল অবস্থার সৃষ্টি হয়েছে।

রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠান শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নোটিশ দিয়েছে। তবে কিছু প্রতিষ্ঠানে প্রাথমিক পর্যায়ে পাঠদান বন্ধ থাকলেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ক্লাস খোলা রয়েছে। কোনো কোনো স্কুল রমজানের সংশোধিত রুটিনে এক ক্লাস নেয়ার ঘোষণা দিয়েছে। ‌

এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় মত দিয়েছে, যেহেতু বিষয়টি আদালতের নিষ্পত্তি অবস্থায় আছে তাই প্রতিষ্ঠানগুলো নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারবে।

প্রথম রমজানে স্কুল বন্ধ রাখা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘অ্যাটর্নি জেনারেলকে আমাদের আইনি অবস্থানের কথা জানিয়েছি। সংবিধান অনুযায়ী বিদ্যালয়গুলোর ছুটি ঘোষণার বিষয়টি নির্বাহী এখতিয়ারভুক্ত। ছুটি থাকবে নাকি থাকবে না এটি একটি বিশেষায়িত বিষয়। এটি উচ্চ আদালতের এখতিয়ার নয়। বিষয়টি আমরা সর্বোচ্চ আদালতে উপস্থাপন করব।’

শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘আমাদের অবস্থান হচ্ছে আমরা যে সিদ্ধান্তটা দিয়েছি তার বিরুদ্ধে রায়ের কোনো কপি আমাদের কাছে আসেনি। এজন্য আমরা কোনো মন্তব্য করব না। আমাদের অবস্থান পরিষ্কার, এটি নির্বাহী এখতিয়ার, এখানে আইনি হস্তক্ষেপ করার অধিকার আদালতের আছে কি না সেটা দেখার বিষয়। আমাদের অবস্থান হচ্ছে এটি নির্বাহী এখতিয়ার, এটা আদালতের এখতিয়ার নয়।’

মঙ্গলবার প্রথম রোজায় বিভিন্ন বিদ্যালয় ছুটির ঘোষণা দিয়েছে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এক নির্দেশনায় বলেছে, আগামীকাল (আজ) তাদের ‘স্কুল শাখার’ শ্রেণি পাঠদান বন্ধ থাকবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা পাওয়া মাত্রই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

অভিভাবকদের কাছে পাঠানো বার্তায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শ্রেণি পাঠদান বন্ধ থাকবে। তবে কলেজের একাদশ শ্রেণির পাঠদান যথারীতি চলবে। আদালতের নির্দেশনা পাওয়া সাপেক্ষে ছুটিসংক্রান্ত বিষয়ে আগামীকাল (মঙ্গলবার) নোটিশের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ সরাসরি কোনো নোটিশ না দিলেও মঙ্গলবারের ক্লাসের রুটিন শিক্ষার্থীদের কাছে পাঠিয়েছে। এতে বলা হয়েছে, রমজানের জন্য সংশোধিত রুটিনে ক্লাস চলবে।

তবে বেসরকারি বেশিভাগ প্রতিষ্ঠানেই মঙ্গলবার পাঠদান কর্মসূচি চালু রাখার পক্ষে নোটিশ দিয়েছে। অবশ্য সবকিছু নির্ভর করছে আজ সকাল ১১টায় সুপ্রিম কোর্টে স্কুল খোলা রাখার পক্ষে কি আদেশ আসে‌ সেটির ওপর।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, যেহেতু হাইকোর্টের দেয়া আদেশ বলবত আছে, তাই বিদ্যালয় খোলা রাখার বিষয়ে তারা কোনো নির্দেশনা দেবেন না। যেহেতু মঙ্গলবার এ বিষয়ে আদালত রায় দেবেন, তারা আশা করছেন এদিনই এটির চূড়ান্ত নিষ্পত্তি হবে। যেহেতু চাঁদ দেখা গেছে, তাই মঙ্গলবার যথারীতি ক্লাস বন্ধ থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে আদালতের আদেশ মানতে হবে।আদালতের আদেশ যেহেতু এখন পর্যন্ত বন্ধ রাখার পক্ষে, সুতরাং রোজার প্রথমদিন স্কুল বন্ধ থাকবে বলে মনে করছেন তারা।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৪:৫৮ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:১৭ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৪ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫০ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩০ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!