নিজস্ব প্রতিবেদক :
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ অনুযায়ী জেলা ক্রীড়া অফিস নোয়াখালী কর্তৃক আয়োজিত সদর উপজেলা, নোয়াখালী আন্তঃস্কুল অনুর্ধ্ব-১৬ বালকদের সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (০২ নভেম্বর ২০২৪) সকাল ৯ টা থেকে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পুকুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১০টি স্কুল হতে মোট ১০০ জন উদীয়মান সাঁতারু বড় ও মধ্যম ২ টি গ্রুপে বিভক্ত হয়ে মুক্ত সাঁতার, প্রজাপতি সাঁতার, চিৎ সাঁতার এবং বুক সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করার পাশাপাশি অন্যান্য প্রতিযোগিদের অংশগ্রহণমূলক সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার জনাব মোঃ আলাউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক অত্র প্রতিষ্ঠান জনাব মেহেরুন নেছা।
জেলা ক্রীড়া অফিসার বক্তব্যে বলেন সুস্থ দেহে সুন্দর মন। পড়ালেখার পাশাপাশি শরীর সুস্থ রাখার জন্য নিয়মিত খেলাধুলা ও শারীরিক কর্ষদের প্রয়োজন। সাঁতার হলো সকল কর্ষদের রাজা। কেননা নিয়মিত সাঁতার অনুশীলন করলে শরীরের সকল অঙ্গপ্রত্যঙ্গের ব্যয়াম হয়ে যায়। তাছাড়া জীবনরক্ষার্থে সাঁতারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম।