• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন

রাম হওয়ার জন্য কী শিখছেন রণবীর?

Avatar
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৭ মার্চ, ২০২৪ সংবাদটির পাঠক ৪ জন

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবিতে যে রামের চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর, সে খবর আগেই জানা গিয়েছে। এ বার ছবির জন্য প্রস্তুতি নিতেও শুরু করে দিলেন অভিনেতা। রণবীর নিজে সমাজিক যোগাযোগ মাধ্যমে নেই। কিন্তু তিনি কী ভাবে এই ছবির প্রস্তুতি নিচ্ছেন, তার ইঙ্গিত মিলেছে সমাজিক যোগাযোগ মাধ্যমেই।

সম্প্রতি, রণবীরের ফিটনেস কোচ অভিনেতার একটি ছবি পোষ্ট করেন। সেখানে অভিনেতাকে জিমে শীর্ষাসন করতে দেখা যায়। রাম চরিত্রের জন্য অভিনেতা যে জিমে এখন অনেকটা সময় কাটাচ্ছেন, তা এক প্রকার স্পষ্ট। অন্য দিকে রণবীরের ফ্যান ক্লাবের তরফে নেটদুনিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক জন ব্যক্তির কাঁধে হাত দিয়ে রণবীর ছবি তুলেছেন। অনুরাগীদের দাবি, ওই ব্যক্তি রণবীরের তিরন্দাজি প্রশিক্ষক। রাম চরিত্রের জন্যই তিরন্দাজি শিখবেন অভিনেতা।

সানি দেল, সাই পল্লবী, যশ, রকুল প্রীত সিংহ-এক ঝাঁক তারকাকে নিয়ে তৈরি হচ্ছে ‘রামায়ণ’। ছবিতে লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করছেন হিন্দি ছোট পর্দার জনপ্রিয় মুখ রবি দুবে। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবি নিয়ে নানা সময়ে উঠে এসেছে বিভিন্ন তথ্য। ক্যামেরা, কাস্টিং কিংবা ভিস্যুয়াল এফেক্ট-সব দিক থেকে অন্য অনেক ছবিকেই ‘রামায়ণ’ ছাপিয়ে যাবে বলে অনুমান ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠদের। মার্চ মাসের শেষের দিকেই শুরু হবে শুটিং। মুম্বই ও লন্ডন মিলিয়ে মোট ১২০ দিন শুটিং চলবে।

গত বছর ‘রামায়ণ’-এর প্রেক্ষাপটে তৈরি দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ ছবিটি দর্শকদের পছন্দ হয়নি। তবে নীতেশের ছবিটি নিয়ে দর্শকমহলে কৌতূহল দানা বেঁধেছে। রাম চরিত্রে রণবীরকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীদের একটা বড় অংশ।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৩:৫৭ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
    আছরবিকাল ৩:১৯ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৬:৩১ অপরাহ্ণ
    এশা রাত ৭:৫৩ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!