• সোমবার, ০৬ মে ২০২৪, ০৭:২৩ পূর্বাহ্ন

যে কারণে পরিচালকের সঙ্গে বসে ছবির খুঁত খুঁজতেন আমির

Avatar
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ সংবাদটির পাঠক ২ জন

১৯৮৮ সালে মুক্তি পেয়েছিল আমির খান অভিনীত ছবি ‘কেয়ামত সে কেয়ামত তক’। এই ছবি নিয়ে একাধিক বার নিজের আবেগের কথা জানিয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। একদিকে এই ছবি আমিরের কেরিয়ারের ভিত স্থাপন করেছিল। অন্যদিকে, এটাই ছিল আমিরের ভাই মনসুর খান পরিচালিত প্রথম ছবি।সম্প্রতি একটি অনুষ্ঠানে এই ছবি নিয়ে তার স্মৃতিমেদুরতা ভাগ করে নিয়েছেন আমির। তিনি বলেন, ‘‘আমরা সফল হব কি না, সে ব্যাপারে শুরুতেই কোনো ধারণাই ছিল না। ছবিটা যত বার দেখতাম, আমি আর মনসুর খুঁত খুঁজে বার করতাম এবং আলোচনায় মেতে উঠতাম।’’ কিন্তু ছবি মুক্তির পর এই ছবি যেন তাদের হাতের বাইরে বেরিয়ে যায় বলেই উল্লেখ করেন আমির।

কারণ সে বছর বক্স অফিসের অন্যতম সফল ছবি ছিল ‘কেয়ামত সে কেয়ামত তক’। ছবিটি প্রেক্ষাগৃহে ৫০ সপ্তাহ পালন করে। আমিরের ঝুলিতে আসে একাধিক পুরস্কার। আমির বলেন, ‘‘দর্শকের ভালবাসা পেয়ে আমরা অভিভূত হয়ে যাই। আমার বিশ্বাস, এই ছবিটা ভারতীয় ছবির ইতিহাস বদলে দিয়েছিল। কারণ, ১৯৮৮ সাল থেকেই বদলটা শুরু হয়েছিল এবং মনসুর প্রথম সেটা করেন।’’

রাজকুমার রাওয়ের নতুন ছবি ‘শ্রীকান্ত’-এ ‘কয়ামত সে কয়ামত তক’ ছবির ‘পাপা কহতে হ্যায়’ গানটিকে নতুন করে ব্যবহার করা হয়েছে। গানটির প্রকাশ অনুষ্ঠানেই আমির পুরনো ছবির প্রসঙ্গে কথা বলেন। আমির বলেন, ‘‘এই গানটিই আসলে আমার কেরিয়ার শুরু করে।’’

এছাড়াও ছবিতে ‘অ্যায় মেরে হমসফর’, ‘গজব কা হ্যায় দিন’-এর মতো একাধিক জনপ্রিয় গান ছিল। আমিরের কথায়, ‘‘সঙ্গীতশিল্পীরা গানগুলো অসাধারণ গেয়েছিলেন। এতটাই ভাল যে, তিন দশক পরে এখনো শ্রোতারা গানগুলো শোনেন।’’ এই মুহূর্তে আমির ‘সিতারে জমিন পর’ ছবির শুটিংয়ে ব্যস্ত। পাশাপাশি, সানি দেওল অভিনীত ‘লাহোর ১৯৪৭’ ছবিটি প্রযোজনা করছেন তিনি।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    সোমবার, ৬ মে, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৩:৫৯ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৫:২১ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
    আছরবিকাল ৩:২০ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৬:২৯ অপরাহ্ণ
    এশা রাত ৭:৫১ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!