৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নোয়াখালী সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে ৬১টি ভোট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে সকাল থেকে ভোট গ্রহণ চলছে।
ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে ভোটারদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
সুবর্ণচর উপজেলার ৮ ইউনিয়নে মোট ভোটার রয়েছে ২ লাখ ২৫ হাজার।পুরুষ ভোটার ১ লাখ ১৯ হাজার নারী ভোটার ১ লাখ ৫৬ হাজার। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে
কেন্দ্রে ১৫ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, ৬ শতাধিক পুলিশ সদস্য ছাড়াও তিন প্লাটুন বিজিবি ও তিন প্লাটুন র্যাব সদস্য মোতায়েন মোতায়েন করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।
সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম চরবাটা রাম গোবিন্দ উচ্চ বিদ্যালয়ে সকাল ৯ টায় ভোট দেন।অপরপ্রার্থী
নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে চেয়ারম্যান প্রার্থী শাবাব চৌধুরী চর জব্বার ডিগ্রি কলেজে সকাল সাড়ে ৮ টায় ভোট দেন।
সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে লড়ছেন ২ জন প্রার্থী,পুরষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন,নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।এ উপজেলায় মোট ভোটার রয়েছে ২ লাখ ২৫ হাজার ১৮৮ জন।