এনবি নিউজ : আজ সকাল ৮টা থেকে চতুর্থ ধাপে দেশের ৩৪ জেলার ৫৫ পৌরসভায় ভোটগ্রহণ চলছে। বিকাল ৪টা পর্যন্ত ৭৯৩ টি কেন্দ্রে একটানা ভোটগ্রহণ চলবে।
জানা যায়, ৩৪ জেলার ৫৫ পৌরসভার মধ্যে কাগজের ব্যালটের মাধ্যমে ২৬টিতে এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন ( ইভিএম ) ব্যবহার করে ২৯টিতে ভোটগ্রহণ চলছে।
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে শনিবার কেন্দ্রেগুলোতে ইভিএম মেশিন পাঠানো হয়েছে। আজ সকালে বাকি ২৬ পৌরসভায় কাগজের ব্যালট পেপার পৌছানো হয়।
নিরাপত্তার জন্য ভোটকেন্দ্রের পাহারায় মোতায়েন করা হয়েছে ১০ হাজার ৩০৯ জন পুলিশ ও আনসার সদস্য। কেন্দ্রের বাইরের এলাকায় রয়েছে পুলিশ, র্যা ব, বিজিবি ও কোস্টগার্ডের মোবাইল ও স্ট্রাইকিং টিম।
ইলেকশন কমিশনের দেওয়া তথ্যানুযায়ী, ৫৫ পৌরসভায় মেয়র পদে ২১৭ জন, সাধারণ কাউন্সিলর পদে দুই হাজার ৭০ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬১৮ প্রার্থী আছেন। এসব পৌরসভায় ৭৯৩ ভোটকেন্দ্র এবং ৪ হাজার ৮৮৯টি ভোটকক্ষ রয়েছে। ভোটার আছেন ১৬ লাখ ৬৭ হাজার ২২৪ জন। এর মধ্যে পুরুষ ৮ লাখ ৩২ হাজার ৪২৮ এবং নারী আট লাখ ৩৪ হাজার ৭৮৬ জন।
এ টি