এনবি নিউজ ডেস্ক : তাৎক্ষণিক ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। রাশিয়ার বিজয় দিবসের দিন এই আহ্বান জানান তিনি।
জার্মানির একটি সংবাদপত্রকে ন্যাটো প্রধান বলেন, পুতিনের ইউক্রেন থেকে তার সেনা ফিরিয়ে আনা উচিত এবং সমঝোতায় আলোচনা শুরু করা উচিত।
এসময় তিনি আরও বলেন, ‘আমরা শক্তভাবেই ইউক্রেনের পক্ষে আছি এবং দেশটির আত্মরক্ষার জন্য আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’
পুতিন সব সময় ৯ মে (বিজয় দিবস) পশ্চিমা ও ন্যাটোর নামে মিথ্যাচার করেন বলেও দাবি করেছেন স্টোলটেনবার্গ।
এ টি