এনবি নিউজ : প্রস্তাবিত বাজেটে বাড়ছে ভ্রমণকর। নতুন প্রস্তাবে জল, স্থল ও আকাশ পথে ভ্রমণকারীদের গুণতে হবে বাড়তি কর। তবে ৫ বছর থেকে ১২ বছর বয়সীরা ৫০ ভাগ ছাড় পাবে। হজযাত্রী, অন্ধ ব্যক্তি, পাইলট, কেবিন ক্রু ও কূটনৈতিকদের পরিবারসহ রাষ্ট্রীয় সুবিধার আওতায় থাকা ব্যক্তিদের কোনো ভ্রমণকর দিতে হবে না।
এ প্রস্তাব পাস হলে জুলাই মাস থেকে আকাশপথে উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়াসহ উন্নত দেশগুলোতে ভ্রমণে ৬ হাজার টাকা কর দিতে হবে। বর্তমানে দিতে হচ্ছে ৪ হাজার টাকা।
এছাড়া আকাশপথে সার্কভুক্ত দেশে ভ্রমণ করলে দিতে হবে ২ হাজার টাকা, যা বর্তমানে ১ হাজার ২০০ টাকা। মধ্যপ্রাচ্যসহ অন্য দেশে ভ্রমণে ৩ হাজার থেকে বাড়িয়ে ৪ হাজার টাকা করা হচ্ছে।
দেশের অভ্যন্তরেও আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে কর দিতে হবে ২০০ টাকা। স্থলপথেও যেকোনো দেশে ভ্রমণ করতে ৫০০ থেকে বাড়িয়ে ১ হাজার টাকা ভ্রমণকর নির্ধারণ করা হয়েছে।
তবে পাঁচ বছরের কম বয়সী শিশু, জাতিসংঘ ও উন্নয়ন সংস্থার কর্মকর্তার পরিবার, বিমান সংস্থায় কর্মরত ব্যক্তি, ট্রানজিট যাত্রীসহ সরকারি সুবিধা পাওয়া ব্যক্তিরা করের বাইরে থাকছে।
এর আগে ২০১৪ সালে ভ্রমণকর বৃদ্ধি করে সরকার। সেই হিসেবে ৯ বছর পর আবারও বৃদ্ধি করা হচ্ছে।