এনবি নিউজ : ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকের পরিবর্তে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীকে সমাবেশের মৌখিক অনুমতি দিয়েছে ডিএমপি।
আজ শনিবার (১০ জুন) দুপুরে ডিএমপির যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিএমপি থেকে জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে। তবে, এ ব্যাপারে লিখিত অনুমতি বা শর্ত দেওয়া হয়নি।
আজ শনিবার দুপুর ২টায় সমাবেশ ও মিছিলের এ কর্মসূচি গত ৫ জুন সংবাদ সম্মেলন করে ঘোষণা করেছিল দলটি।
সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক ও জামায়াতের প্রতিনিধিদলের প্রধান অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করতে চেয়ে জামায়াত অনুমতি চেয়েছিল। ডিএমপি থেকে দুপুর দুইটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মৌখিক অনুমতি দিয়েছে।
জামায়াতে কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দলের আমির শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতা ও আলেমদের মুক্তি এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ সমাবেশ ডেকেছে।
জামায়াতের একজন কেন্দ্রীয় নেতা জানান, ‘আমরা সব সময় দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল। বারবার আবেদন করার পরও গত দশ বছর ধরে আমাদেরকে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক কর্মসূচি পালনে অনুমতি দেওয়া হয়নি। সর্বশেষ পুলিশ ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি আমাদের অনুমতি দিয়েছিল।’
পুলিশের অনুমতি না পেলেও জামায়াতকে বিভিন্ন ইস্যুতে রাজপথে কর্মসূচি পালন করতে দেখা গেছে। গত সোমবার (৫ জুন) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকে সমাবেশ কর্মসূচি করতে চেয়েছিল জামায়াতে ইসলামী বাংলাদেশ। কর্মসূচির দিন সেখানে সকাল থেকে কঠোর অবস্থানে ছিল পুলিশ। অপ্রীতিকর ঘটনার শঙ্কায় ওই এলাকার অনেক দোকানপাটও খুলতে দেখা যায়নি।
পুলিশের শক্ত অবস্থান দেখে পরে দলটির নেতারা সেদিনের কমর্সূচি স্থগিত করে একই স্থানে শনিবার (১০ জুন) সমাবেশ করার কথা সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন।
এর আগে গত ২৯ মে ঢাকা মহানগর পুলিশের কার্যালয়ে ৫ জুনের সমাবেশের অনুমতি চাইতে গেলে জামায়াতের চার নেতাকে দুই ঘণ্টা আটকে রাখা হয়। পরে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, হয়ত জামায়াত নেতাদের বিষয়ে পুলিশের কাছে ভুল তথ্য ছিল।
গত ৫ জুন রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ডেকেছিল জামায়াত। অনুমতি চাইতে গেলে উল্টো দলের চার নেতাকে আটক করে পুলিশ। অনুমতি না দেওয়ার কারণ হিসেবে পুলিশ বলেছিল, সাপ্তাহিক কর্মদিবসে সমাবেশ করলে যানজটসহ জনদুর্ভোগের সৃষ্টি হবে। পরে জামায়াত কর্মসূচি স্থগিত করে ১০ জুন (শনিবার) বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার জন্য আবেদন করে। তার পরিপ্রেক্ষিতে পুলিশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুমতি দেয়।