• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:২৪ অপরাহ্ন

রাস্তায় ঝুপড়ি ঘর তুলে তিন রাত একটি পরিবার

Avatar
সেন্ট্রাল ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১০ জুন, ২০২৩ সংবাদটির পাঠক ৫ জন

এনিবি নিউজ : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বাড়ির চলাচলের রাস্তায় ঘর তুলে বন্ধ করে দেওয়ায় একটি পরিবার তিন দিন ধরে রাস্তার ধারে প্লাস্টিকে মোড়ানো ঝুপড়ি ঘরে পরিবার নিয়ে রাত কাটাচ্ছেন। পরিবারটি ঝড় বৃষ্টির মাঝে মানবেতর জীবন-যাপন করছে। বিষয়টির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে আসেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম।

আজ শনিবার (১০ জুন ) দুপুরে ইউএনও জহির ইমাম ও মদাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে এসে ওই পরিবারটিকে উদ্ধার করে। পরে স্থানীয়দের উপস্থিতিতে প্রতিপক্ষের ঘর ও সুপারি গাছ তুলে ফেলে পরিবারটির বাড়ি যাওয়ার রাস্তা অবমুক্ত করেন। ভুক্তভোগী হাসান আলী (৪০) কালিগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের কিশামত মদাতি গ্রামের মৃত মোনা শেখের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের কিসামত মদাতি গ্রামের ভ্যান চালক হাসান আলী প্রায় ৩০ বছর পূর্বে ৪ শতক জমি কিনে বসতি নির্মাণ করে বসবাস করে আসছে। এদিকে একই গ্রামের প্রতিপক্ষ সহিদার, আব্দুল কুদ্দুস, বুলবুল, আমিনুর পূর্ব শত্রুতার জেরে গত বুধবার (৭ জুন) ভুক্তভোগী হাসান আলীর পরিবার একটি মামলায় পরিবার সদস্যদের নিয়ে লালমনিরহাট আদালতে গেলে, এই সুযোগে প্রতিপক্ষরা হাসান আলীর বাড়ির চলাচলের রাস্তায় টিনশেড ঘর নির্মাণ করে রাস্তা বন্ধ করে দেয়। আদালত থেকে ফিরে হাসান আলীর পরিবার এই অবস্থা দেখে বাড়িতে প্রবেশ করতে না পারে রাস্তার ধারে প্লাস্টিকে মোড়ানো ঝুপড়ি ঘরে পরিবারের সন্তানদের নিয়ে ঝড় বৃষ্টির মাঝে তিনদিন ধরে অবস্থান করেন। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও কালীগঞ্জ থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি পরিবারটি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রশাসনের টনক নড়ে।

স্থানীয় প্রতিবেশী আব্দুল করিম (৬০) বলেন, এই রাস্তা দিন ৩০ থেকে ৩৫ বছর ধরে চলাচল করা হয়। মামলার জের ধরে হাসান আলীর রাস্তা তার প্রতিবেশী আব্দুল কুদ্দুস ও আমিনুরা বন্ধ করে দেয়। এই পরিবারটি অসহায় অবস্থায় তিনদিন ধরে রাস্তার পাশে রাত্রিযাপন করে।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম বলেন, মদাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে এসে কয়েকটি পরিবারের চলাচলের রাস্তা অবমুক্ত করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পারিবারিক ঘটনার জেরে কয়েকটি পরিবারের রাস্তা বন্ধ করে দেয় একটি পক্ষ। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। এখন রাস্তা অবমুক্ত রয়েছে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৪:৫৮ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:১৭ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৪ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫০ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩০ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!