এনবি নিউজ : ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৫২ জন। এই সময়ে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৫০৯ জন। আক্রান্তদের মধ্যে ২২৪ জন ঢাকার এবং ঢাকার বাইরের ২৮৫ জন।
আজ রবিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৩৮৮ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই ৯৬৬ জন। আর বাকি ৪২২ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৮ হাজার ৭৫৭ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ৭ হাজার ৩১৭ জন।
এ টি