• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন

বেসরকারি মেডিকেলে ভর্তি শুরু আজ

Avatar
সেন্ট্রাল ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৩ জুলাই, ২০২৩ সংবাদটির পাঠক ১ জন

 

 

এনবি নিউজ : ২০২২-২৩ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে মনোনীত ভর্তি–ইচ্ছুকদের তালিকা প্রকাশিত হয়েছে। মনোনীত ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম আজ সেমবার (৩ জুলাই) থেকে শুরু হয়ে চলবে ৯ জুলাই পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি সব মেডিকেল কলেজে ভর্তিতে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১০ মার্চে। ভর্তি পরীক্ষায় যাঁরা ৪০ বা তদূর্ধ্ব নম্বর পেয়েছেন, তাঁদের মধ্যে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করেছেন।

প্রাপ্ত আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজগুলোয় এমবিবিএস কোর্সে নিজ অর্থায়নে (সাধারণ কোটা ও মুক্তিযোদ্ধা কোটা) ভর্তির জন্য স্বয়ং ছিল সফটওয়্যারের মাধ্যমে মেধা ও পছন্দক্রম অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চায়নে পরবর্তী সময় কলেজভিত্তিক শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করা হয়েছে।

ভর্তি–ইচ্ছুক দেশি শিক্ষার্থীদের ৩ থেকে ৯ জুলাইয়ের মধ্যে অফিস চলাকালে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে ভর্তি করা শিক্ষার্থীদের অনলাইনে আবেদনে উল্লিখিত পছন্দের উর্ধ্বক্রমানুসারে অটো মাইগ্রেশনের মাধ্যমে অন্য মেডিকেল কলেজে বদলির সুযোগ থাকবে।

বেসরকারি মেডিকেল কলেজগুলোর পরিচালনা পর্ষদ কর্তৃক মেধাবী কোটায় প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়া চলমান থাকায় উক্ত কোটার প্রার্থীদের ভর্তির সময়সীমা পরবর্তী সময় জানানো হবে। এ ছাড়া কলেজভিত্তিক নির্বাচিত নিজ অর্থায়নে ভর্তি–ইচ্ছুক দেশি শিক্ষার্থীগণের তালিকা ও ভর্তিসংক্রান্ত তথ্য স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বেসরকারি মেডিকেল কলেজ থেকে জানা যাবে।

অধ্যক্ষ কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি নির্বাচিত ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনপত্রের সঙ্গে দাখিল করা সব মূল সনদগুলো যাচাই পূর্বক অবশ্যই জমা রাখবেন। মুক্তিযোদ্ধা সনদের ক্ষেত্রে সনদ যাচাইপূর্বক সনদের সত্যায়িত ফটোকপি গ্রহণ করে মূল কপি শিক্ষার্থীকে ফেরত প্রদান করতে হবে।

সংশ্লিষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড ভর্তির পূর্বে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করবেন। বর্ণিত নিয়মাবলি সম্পাদনের পর যোগ্য প্রার্থীদের সাময়িকভাবে ভর্তি করা হবে। ভর্তি–পরবর্তী সময়ে অটো মাইমোশন প্রক্রিয়ায় কোনো শিক্ষার্থী পছন্দের উর্ধ্বক্রমের কোনো কলেজে আসন বরাদ্দ প্রাপ্ত হলে কলেজ কর্তৃপক্ষ ভর্তির সময় শিক্ষার্থী কর্তৃক দাখিল যোগ্য মূল সনদ শিক্ষার্থীকে ফেরত প্রদান করবেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৪:৫৯ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:১৮ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৫ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫০ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩০ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!