এনবি নিউজ ; রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশে শুরু হয়েছে। গত শনিবার ঢাকার প্রবেশপথে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে ‘পুলিশ এবং ক্ষমতাসীনদের হামলা, নির্যাতন ও গণহারে গ্রেপ্তারের’ প্রতিবাদে এই জনসমাবেশ ডেকেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বিএনপি।
বিকেল তিনটা থেকে এই জনসমাবেশ শুরু হলেও বেলা দেড়টা থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা–কর্মীরা সোহরাওয়ার্দীতে আসতে থাকেন। সমাবেশে আগত নেতা–কর্মীদের অনেকে শাহবাগ মোড়ে এসে জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন। অনেকে আবার মৎসভবনের সামনে জড়ো হয়ে পরে মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন।
সরেজমিন দেখা যায়, বেলা দেড়টা থেকেই মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসা শুরু করেন দলটির নেতা–কর্মীরা। সমাবেশে অংশ নিতে আসা নেতা–কর্মীরা খণ্ড খণ্ড মিছিল করছেন রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শাহবাগ মোড় পর্যন্ত রাস্তায়। শেখ হাসিনার পদত্যাগসহ সরকারবিরোধী নানা স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা।