নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
শনিবার সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্থবক অর্পণ, র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে জেলা প্রশাসন। এতে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান’সহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপন্থিত ছিলেন।
জেলা শহরে বিজয় র্যালি বের করে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ। এতে পরিষদের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, বীর মুক্তিযোদ্ধা মমতাজুল করিম বাচ্চু, জেলা আওয়ামী লীগ নেতা ফুয়াদ হোসেন’সহ মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেয়।
জেলা মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্থবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নোয়াখালী জেলা শাখা। এসময় উপস্থিত ছিলেন, স্বাচিপ নোয়াখালীর আহবায়ক ডা. এফ.এম শাহাদাৎ হোসেন রোমেল, যুগ্ম আহবায়ক ডা. মাহবুবুর রহমান, সদস্য ডা. স্বপন দাশ, ডা. মোমিনুল ইসলাম মিন্টু, ডা. মিজানুর রহমান, ডা. নুসরাত শহীদ প্রমূখ।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। এতে উপ-উপাচার্য ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী
র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।
এছাড়া বিজয় দিবসে জেলায় দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে বিভিন্ন শ্রেণী-পেশাার মানুষ।