• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ পূর্বাহ্ন

শেষ মুহূর্তের গোলে জয় পেল বার্সেলোনা

Avatar
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ সংবাদটির পাঠক ২ জন

লা লিগায় বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে লাস পালমাসের মাঠে ২-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। কষ্টার্জিত জয়ে ২০২৪ সালের শুরুটা করল জাভির দল।

প্রীতি ম্যাচে হার দিয়ে গত বছরটা শেষ করা বার্সেলোনা নতুন বছরে নতুন শুরুর অপেক্ষায় ছিল। তবে অ্যাওয়ে ম্যাচে শুরুতেই গোল খেয়ে বসে জাভির দল। পালমাসের হয়ে গোলটি করেন সাবেক বার্সা ফুটবলার মুনির এল হাদ্দাদি।

ডান দিক থেকে আক্রমণে যাওয়া পালমাসের মিডফিল্ডার সান্দ্রো রামিরেসের নিচু ক্রস ক্লিয়ার করতে পারেনি বার্সা ডিফেন্ডার। বল পেয়ে সহজেই তা জালে জড়ান মুনির এল হাদ্দাদি। চার বছর বার্সেলোনায় খেলা মুনির চলতি মৌসুমেই লাস পালমাসে যোগ দেন। চলতি মৌসুমে লিগে এটি তার দ্বিতীয় গোল।

ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে এগিয়ে যাওয়ার পর উজ্জীবিত হয়ে ওঠে স্বাগতিকরা। ম্যাচের ২৩ মিনিটে সান্দ্রোর শট দারুণভাবে সেভ করেন বার্সা গোলরক্ষক পেনা। তার পাঁচ মিনিট পরও দারুণ এক সুযোগ পেয়েছিল পালমাস। তবে পেনার দৃঢ়তায় এবারও বেঁচে যায় সফরকারীরা। প্রথমার্ধেই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল বার্সা। তবে তা কাজে লাগাতে পারেনি।
গোলের জন্য বার্সেলোনার মরিয়া চেষ্টা ফুটে উঠতে থাকে দ্বিতীয়ার্ধের শুরু থেকে। ম্যাচের ৫৫তম মিনিটে গোলের দেখা পায় বার্সেলোনা। বক্সের ভেতর থেকে বিপদমুক্ত করতে জোরাল শট নেন সাউল কোকো, কিন্তু বল লেভানডোভস্কির গায়ে লেগে চলে যায় রবের্তোর পায়ে। শট নিতে জায়গা করতে না পেরে তিনি বাড়ান ফেরান তরেসকে। এই স্প্যানিশ ফরোয়ার্ডের শট ঝাঁপিয়েও ফেরাতে পারেননি পালমাস গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ফেলিক্সের শট ফেরান পালমাস গোলরক্ষক। বাতাসে ভেসে থাকা বলে হেড করতে গিয়েছিলেন গুন্ডোগান, কিন্তু তাকে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন পালমাস ডিফেন্ডার ডেলি সিঙ্কগ্রেভেন। স্পট কিকে লক্ষ্যভেদ করেন বার্সেলোনার জার্মান মিডফিল্ডার গুন্ডোগান। তাতে কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এই ম্যাচ দিয়ে বার্সেলোনায় অভিষেক হয় ভিতর রোকির। ম্যাচের ৭৮ মিনিটে তরেসের বদলি হিসেবে নামেন এই ব্রাজিলিয়ান তারকা।
পালমাসের বিপক্ষে এ নিয়ে লিগে ১৫ ম্যাচ অজেয় থাকল বার্সেলোনা। ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে জাভির দল। রিয়াল মাদ্রিদ সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।

 


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৪:৫৯ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:১৮ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৫ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫০ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩০ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!