‘নূহের নৌকা’ ডুবে না। ডুবে যায় তার বিরোধীগোষ্ঠী। নূহের নৌকার জয়জয়কার যেনো তাই আবার প্রমাণ করলো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখাগরিষ্ঠতায় টানা চতুর্থবারের মত সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। বাংলার সিংহাসন ফের বরণ করে নিতে প্রস্তুত এখন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর নির্ধারিত বিরতি শেষে শুরু হয়েছে গণনা। ইতোমধ্যে ২১৩ আসনে জয়ী হয়েছেন নৌকার প্রার্থীরা।
নৌকার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতারাই এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দেশের নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটল। বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ রবিবার দিবাগত রাত ২টা ২০ মিনিট পর্যন্ত স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী ২২৫ আসনে জয় পেয়েছে। এছাড়া, জাতীয় পার্টি ১১ও স্বতন্ত্র থেকে ৬১ ও অন্যান্য ১ প্রার্থী জয় পেয়েছেন।
ফলে নিরুঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে চতুর্থবারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছে আওয়ামী লীগ। নবম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে দলটি। এরপর থেকে একটানা ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী- ৩০০ আসনের জাতীয় সংসদে কোনো দল যদি ১৫১ আসনে বিজয়ী হয় তাহলে তারা সরকার গঠনের যোগ্যতা অর্জন করে। সেই হিসেবে আওয়ামী লীগ ইতোমধ্যে আগামী সরকার গঠনের যোগ্যতা অর্জন করেছে। স্বাভাবিকভাবেই ধারণা করা যায়, এবারো শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো মন্ত্রীসভা গঠন করা হবে।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর নেতাকর্মীদের বিজয় মিছিল না করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া অন্য প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের সঙ্গে সহিংসতা বা আত্মকলহে লিপ্ত না হওয়ার জন্য সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন তিনি। রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় দলটির দপ্তর সেল সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।