• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন

তাইজুল–ফিলিপস নন, ডিসেম্বরের সেরা কামিন্স

Avatar
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪ সংবাদটির পাঠক ২ জন

গত ডিসেম্বর মাসের সেরা পুরস্কার ক্রিকেটারের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের তাইজুল ইসলাম ও নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্লেন ফিলিপসকে পেছনে ফেলে এ পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

ডিসেম্বরের সেরা ক্রিকেটার হওয়ার পর অজি অধিনায়ক বলেছেন, “সব সংস্করণে দলের জন্য দারুণ একটা বছর গেছে। পাকিস্তানের মতো চ্যালেঞ্জিং একটা দলের বিপক্ষে জিতে শেষটাও ভালো হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত এই গ্রীষ্মের পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট। ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সিরিজের জন্য অপেক্ষা করছি”

গেল বছরের ডিসেম্বর মাস তাইজুল ইসলামের দারুণ কেটেছে। প্রথমবার ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের নায়ক ছিলেন বাঁহাতি এই স্পিনার, ছিলেন সিরিজসেরাও।

বাংলাদেশের মাটিতে রীতিমতো অপরাজিত থাকার রেকর্ড নিয়ে ডিসেম্বরে টেস্ট খেলতে এসেছিল নিউজিল্যান্ড। তবে তাইজুলের দুই ইনিংসে ১০ উইকেটের কল্যাণে সিলেটে কিউইদের ১৫০ রানে হারায় টাইগাররা। শুধু তাই না, এরপর ঢাকা টেস্ট হারলেও ৫ উইকেট নিয়ে সিরিজসেরা হন তাইজুল ইসলাম।

তাইজুলের মতোই গেল মাসে দারুণ পারফর্ম করেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১০ উইকেট শিকার করেন ডানহাতি এই পেসার। দুই ইনিংসেই শিকার করেন পাঁচ উইকেট। সেই সাথে স্পর্শ করেন ২৫০ উইকেটের মাইলফলকও। তাঁর নৈপুণ্যে মেলবোর্ন টেস্ট জিতে র‍্যাংকিংয়ের শীর্ষে ওঠে অস্ট্রেলিয়া। তাতেই সেরার তালিকায় জায়গা করে নিয়েছেন কামিন্স।

উইকেটরক্ষক ব্যাটার হলেও বাংলাদেশ সফরে এসে ডানহাতি অফব্রেক বোলার হিসেবে প্রথম টেস্টে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি প্রথম ইনিংসে ৬২ বলে ৪২ রান করেন গ্লেন ফিলিপ্স। যদিও দলকে ম্যাচ জেতাতে ব্যর্থ হন তিনি। তবে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৮৭ এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৪০ রান করে সিরিজে সমতা আনতে সাহায্য করেন এই কিউই।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৪:৫৯ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:১৮ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৫ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫০ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩০ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!