বিপিএলে দিনের প্রথম ম্যাচে খুব বেশি দর্শক ছিলো না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট রয়্যালসের ম্যাচে। প্রথম ম্যাচে ফেভারিট কুমিল্লার হার, চট্টগ্রামের দুর্বল স্কোয়াডের সঙ্গে মাঘ মাসের তীব্র শীত। খুব বেশি উত্তাপ ছড়ানো ম্যাচ হবে না তা প্রথমেই আঁচ করতে পেরেছি অনেকে। তবে মাশরাফি বিন মর্তুজার জন্য সেদিন মাঠে হাজির হয়েছিলেন অনেকেই। ম্যাচে চট্টগ্রামের কাছে হেরেছে ৭ উইকেটের ব্যবধানে পরাজিত হয় সিলেট।
চট্টগ্রামের উদ্বোধনী জুটি আভিশকা ফার্নান্দো আর তানজিদ তামিম লম্বা করতে পারেননি। ১১ রানে তামিম ও ৩৯ রানে ফার্নান্দো বিদায় নেন। মাশরাফি বলিয়ে এসে তুলে নিয়েছেন উইকেট। ৫৯ রাতে ৩ উইকেট হারিয়ে ঘুরে দাড়ায় চট্টগ্রাম। ক্যাচের সহজ সুযোগ মিস হওয়াতে দীপু করেন অপরাজিত ৫৭ রান এবং নাজিবুল্লাহ করেন ৬১।
এর আগে সিলেটের বাঁ-হাতি ব্যাটার জাকির ৪৩ বলে ৭০। মিঠুন ২৮ বলে ৪০, নাজমুল শান্ত ৩০ বলে ৩৬ রান এবং আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর করেন ২০ বলে ২৬। তাতেই ১৭৭ রানের স্কোর পায় সিলেট।
বিশ্বকাপ ব্যর্থতার পর নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, স্পোর্টিং উইকেট চান তারা। এরপর বিসিবি কর্তাদের মুখে শোনা গেছে তা। কিন্তু প্রথম দিনে উইকেট দেখে তা মনে হয়নি মোটেই।