চোখের চিকিৎসার জন্য আজ রবিবার (২১ জানুয়ারি) সিঙ্গাপুর যাচ্ছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে দুপু্র ১২ টার ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল সূত্র এ তথ্য নিশ্চিত করে।
এর আগে, রংপুর রাইডার্সের হয়ে শনিবার বিপিএলে নিজেদের উদ্বোধনী ম্যাচে খেলেছেন সাকিব। তামিমের দল ফরচুন বরিশালের কাছে হেরেই দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। বেশি কিছুদিন ধরেই চোখের সমস্যায় ভুগছিলেন সাকিব। আসর শুরুর আগেই চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন। বিপিএল শুরুর এক দিন আগে লন্ডন থেকে ফিরে খেলেছেন তিনি। এক ম্যাচ খেলেই এবার সিঙ্গাপুর যাচ্ছেন এই অলরাউন্ডার।
এ বিষয়ে রংপুরের কোচ সোহেল ইসলাম বলেন, সাকিবের চোখে সমস্যা। ব্যাটিংয়ের সময় বল ভালো করে দেখতে সমস্যা হচ্ছে তার। সে সমস্যার কারণেই এবার সিঙ্গাপুর যাওয়া।
তবে সাকিবের ফেরার দিনক্ষণ নিশ্চিত করে বলতে পারেননি রংপুর কোচ। সোহেল বলেন, ‘সেটা সিঙ্গাপুর গিয়ে চিকিৎসকের ওপর নির্ভর করছে। চিকিৎসার জন্য সাকিবকে কতদিন সিঙ্গাপুর থাকতে হবে, তা আগাম বলা কঠিন।’
ফ্র্যাঞ্চাইজিটি আশা করছে, যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিয়ে যেন দেশে ফিরে আসেন সাকিব এবং পরের ম্যাচ থেকেই খেলবেন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগামি মঙ্গলবার মাশরাফির দল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে সাকিবের রংপুর।