যে খালকে ঘিরে এক সময় মানুষের জীবন-জীবিকা নির্বাহ আর পরিবেশের ভারসাম্য রক্ষা পেত, সেই খালটি বর্তমানে পৌর এলাকার বিভিন্ন ময়লা আর আর্বজনার ভাগাড়ে পরিনত হয়েছে। এতে মানুষের জীবন-জীবিকা তো দূরের কথা, খালের ময়লা-আবর্জনায় পরিবেশ ধ্বংস হয়ে ছড়াচ্ছে নানা রোগ-ব্যাধি।
বিষয়টি নজরে আসার পর উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিত্যাক্ত খালটি পরিস্কার করতে স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসে সামাজিক সংগঠন বিডি ক্লিন।
শনিবার সকাল ১০টায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাণিজ্যিক শহর চৌমুহনীর তুলাতলি খালে পরিচ্ছন্নতা অভিযান চালায় নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনসহ সামাজিক সংগঠন বিডি ক্লিনের দুইশতাধিক সদস্য। তাদের সঙ্গে যুক্ত হয় চৌমুহনী পৌরসভার শতাধিক পরিচ্ছন্নতা কর্মী ও পৌর পরিবহন।
পরিচ্ছন্নতা অভিযানের পূর্বে চৌমুহনীর মদনমোহন উচ্চ বিদ্যালয়ে মাঠে জড়ো হন স্বেচ্ছাসেবীরা। সেখানে শপথ বাক্য পাঠের পর নেমে পড়েন খালের ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজে।
এসময় সাংসদ মামুনুর রশিদ কিরন ছাড়াও চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার মহিনুল হাসান, বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, যুবলীগ নেতা জাফর ইকবাল রুপক’সহ বিডি ক্লিনের সদস্য, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ বলেন, তুলাতলি খালের প্রায় ১২০০ মিটার ময়লা-আবর্জনায় ভরাট হয়ে পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে খালের মধ্যে থাকা ময়লা-আবর্জনা থেকে মশা-মাছি ছড়িয়ে ডেঙ্গুর উপদ্রপ এবং জীবানুর মাধ্যমে নানা রোগ-ব্যাধি ছড়িয়ে পড়ছে। তাই খালের পানির স্বাভাবিক ¯্রােত প্রবাহ রাখতে এই খাল পরিস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি এই খাল পরিস্কারের মাধ্যমে এই এলাকার জীব-বৈচিত্র সংরক্ষণ হবে।