• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন

নোয়াখালীর সুবর্ণচরে খাস জমি বন্দোবস্তের দাবিতে মানববন্ধন

Avatar
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪ সংবাদটির পাঠক ৯ জন

নোয়াখালীর সুবর্ণচরে অনুপস্থিত বন্দোবস্ত বাতিল ও চলমান বন্দোবস্ত দ্রæত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে ভূমিহীন পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (০৭ মার্চ) দুপুরে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের চরউরিয়া মৌজার তারা মার্কেট এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’ এর সার্বিক সহযোগিতায় আয়োজিত মানববন্ধনে প্রায় দুই হাজার নারী-পুরুষ অংশ নেয়।

মানববন্ধনে খাস জমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দ্রæত বাস্তবায়নের পাশাপাশি কমিউনিটি ক্লিনিক স্থাপন’সহ ভূমিহীনদের সকল নাগরিক সুবিধা নিশ্চিতের দাবি তোলা হয়।

এতে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’র বিভাগীয় সমন্বয়ক খাইরুল ইসলাম, স্থানীয় প্রতিনিধি সুরেশ কর্মকার, উপজেলা ভূমিহীন কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, একরাম চৌধুরী বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস হোসেন, ভূমিহীন নেত্রী- শারমিন, জরিনা বেগম, কুলছুমা, ভূমিহীন নেতা ইউনুছ মেম্বার, বাবুল, আজাদ, আবদুর রহিম, ইব্রাহিম প্রমূখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চরক্লার্ক ইউনিয়নের চরউরিয়া মৌজায় নদী ভাঙগা অসহায় পরিবারগুলো ২০০১ সাল থেকে বনদস্যুদের অমানবিক অত্যাচার ও প্রাকৃতিক দূর্যোগের সঙ্গে মোকাবেলা করে সরকারের খাস খতিয়ান ভুক্ত জমিতে বাড়িঘর নির্মাণ করে এবং চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছেন ভূমিহীনরা। ২০১৭-১৮ সালে সিডিএসপি-৪ প্রকল্প ভূমি প্রশাসেনর সহায়তায় ভূমিহীনদের দখল ভিত্তিক জরিপ করে নির্বাচিত প্রকৃত ভূমিহীনদের নামের তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকার ভূমিহীনরা সিডিএসপির মাধ্যমে ভূমি বন্দোবস্ত পাওয়ার জন্য একাধিকবার জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করে। কিন্তু অদ্যবধি ওই ভূমি বন্দোবস্ত কার্যক্রম শেষ হয়নি।

অন্যদিকে, ভূমি সংশ্লিষ্ট অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসে অনুপস্থিত ব্যক্তিদের নামে খাস জমি ভুয়া বন্দোবস্ত দেওয়া হয়েছে। এতে খাস জমি ভুয়া বন্দোবস্ত পাওয়া প্রভাবশালী ভূমিদস্যুদের আতংকেও রয়েছেন ভূমিহীনরা। তাই অনুপস্থিত বন্দোবস্ত বাতিল ও চলমান বন্দোবস্ত দ্রæত বাস্তবায়নের দাবি ভূমিহীনরা।

 


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৪:৫৯ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:১৮ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৫ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫০ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩০ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!