নোয়াখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ। এসময় বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ পরিকল্পনায় বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাস তুলে ধরা হয়।
বৃহস্পতিবার (০৭ মার্চ) বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অডিটোরিয়ামে নোয়াখালী পৌর আওয়ামী লীগের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম।
এতে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্টের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সহিদ উল্যাহ খান সোহেল।
এসময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগ নেতা আবু তাহের, নাসির উদ্দিন, নিজাম উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জাহের, জেলা যুব লীগের যুগ্ম আহবায়ক নাজমুল আলম মঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রহমত উল্যাহ ভূঁইয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের জন্য দেশবাসীকে প্রন্তুতি নিতে বলা হয়েছিল। এরই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে স্থান করে নেয়। বঙ্গবন্ধু তথা মুক্তিযুদ্ধের চেতনায় বর্তমানে বাংলাদেশ যেভাবে এগিয়ে চলছে তা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহব্বান জানানো হয়।