বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে বেশ ফুরফুরে শ্রীলঙ্কা দল। আজ শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বেলা ২টা ৩০ মিনিটে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে দুদল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি-স্পোর্টস। একই ভেন্যুতে ১৫ মার্চ দ্বিতীয় ওয়ানডেও শুরু হবে বেলা ২-৩০ মিনিটে। ১৮ মার্চ সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে সকাল ১০টায়।
টি-টোয়েন্টি সিরিজে লঙ্কানদের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে হাথুরুসিংহের শিষ্যরা। টি-টোয়েন্টি সিরিজের ব্যর্থতা ভুলে আজ ওয়ানডে সিরিজে জয় দিয়ে শুরু করতে মরিয়া শান্ত বাহিনী। ভারত বিশ্বকাপে শেষ দেখায় শ্রীলঙ্কাকে হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে গতকাল টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘এক ম্যাচ ভালো খেললে আমরা ভালো দল হয়ে যাই, আবার এক ম্যাচ খারাপ খেললে আমরা খারাপ দল হয়ে যাই। এটা আমাদের অতীতে হয়ে আসছে। হারি কিংবা জিতি দল হয়ে খেলাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমর্থকরা সবসময় মাঠে আসেন, খেলা দেখেন, দলকে সমর্থন করেন। মাঝেমধ্যে আবেগে যেসব কথা বলেন এগুলো আমাদের কারণেই বলেন। কারণ, তারা আশা করেন আমরা আরো ভালো ক্রিকেট খেলতে পারি। আমরাও আমাদের দিক থেকে শতভাগ চেষ্টা করি, তাদের কীভাবে ভালো ফিডব্যাক দিতে পারি’।
গত ভারত বিশ্বকাপে বাংলাদেশ দলের বারবার ব্যাটিং অর্ডার পরিবর্তন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। কে ওপেনার, কে মিডল অর্ডারে কোনো কিছুর ঠিক ছিল না। পুরো বিশ্বকাপটাই পরীক্ষার মধ্য দিয়ে পার করেছিলেন বাংলাদেশের ব্যাটাররা।
নিউজিল্যান্ড সফরে অবশ্য ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুলের বাংলাদেশ তা থেকে সরে এসেছিল। গতকালও সেটা মনে করিয়ে দিয়ে শান্ত বলেছেন, সাকিবের পথে তিনি হাঁটবেন না, ‘গত সিরিজে খুব একটা অদলবদল হয়নি। এখন সাকিব ভাই নেই। দলের কম্বিনেশনে একটু এদিক-সেদিক করতে হয়। উনি থাকলে দল করাটা সহজ। এসব মাথায় রেখেই ব্যাটিং অর্ডার সাজাব। তবে আশা করব ব্যাটিং অর্ডারে খুব বেশি নাড়াচাড়া হবে না। এখন পর্যন্ত ৫৪টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এর মধ্যে টাইগাররা ১০টিতে এবং লঙ্কানরা ৪২টি জিতেছে। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।
সর্বশেষ বাংলাদেশ সফরটি শ্রীলঙ্কার জন্য হতাশার ছিল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল লঙ্কানরা। তার আগে বাংলাদেশের বিপক্ষে সবগুলো সিরিজই জিতেছে শ্রীলঙ্কা। এছাড়াও বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ এবং এশিয়া কাপ জয়ের নজির আছে লঙ্কানদের। বাংলাদেশের মাটিতে টাইগারদের বিপক্ষে ১৪টি ম্যাচে জয় ও ৬টিতে হেরেছে শ্রীলঙ্কা।
পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কাই এগিয়ে । কিন্তু ২০১৫ সালের বিশ্বকাপের পর পরিস্থিতি পাল্টে যায়। শ্রীলঙ্কার আধিপত্য চুরমার করে বেশ কিছু ম্যাচ জিতেছে টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজ হারলেও, শ্রীলংকার বিপক্ষে সাম্প্রতিক ফলাফল বিবেচনায় ওয়ানডে সিরিজে ফেভারিট বাংলাদেশ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে গতকাল সিরিজের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে লঙ্কান নির্বাচক কমিটি, যেটি অনুমোদন দিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী।
সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে আছে দুটি পরিবর্তন। বাদ পড়েছেন তরুণ ব্যাটার শেভন ড্যানিয়েল ও পেসার আসিতা ফার্নান্ডো। তাদের জায়গায় এসেছেন অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস ও পেসার লাহিরু কুমারা।
কামিন্দু মেন্ডিস সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২ বছরেরও বেশি আগে। ২০২২ সালের জানুয়ারিতে ৭ ম্যাচ ওয়ানডে ক্যারিয়ারের সর্বশেষটি খেলেছিলেন এ অলরাউন্ডার। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই খেলেছেন। অন্যদিকে কুমারা সর্বশেষ ওয়ানডে খেলেছেন বিশ্বকাপে। সে টুর্নামেন্টে অনুশীলনের সময় চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন এ পেসার। কুমারার মতো চোট কাটিয়ে ফিরছেন পাতুম নিশাঙ্কাও।