তীব্র তাপদাহ এবং শ্রমিকের মজুরি বৃদ্ধির কারণে ক্ষেতের বোরো ধান কাটা নিয়ে চরম বিপাকে পড়েছে কৃষক। এমন অসময়ে নোয়াখালী সদর উপজেলার দাদপুরে কৃষকের পাশে দাঁড়িয়ে ক্ষেতে পাকা বোরো ধান কেটে ঘরে পৌঁছে দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকালে উপজেলার দাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ইকবাল হোসেনের নেতৃত্বে ২০জনের বেশি ছাত্রলীগের নেতাকর্মী কৃষক খিজির মিয়ার ২৪ শতাংশ জমির পাকা বোরো ধান এবং কৃষক মো. সহিদ উল্যাহ ৩০ শতাংশ জমির পাকা বোরো ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দেয়।
ছাত্রলীগের এমন মহতি উদ্যোগে খুশি কৃষক খিজির মিয়া ও সহিদ উল্যাহ এবং এলাকাবাসী।
কৃষকরা জানান, বর্তমান বোরো মৌসুমে পচন্ড তাপদাহের কারণে সারাদিন ক্ষেত্রে কাজ করা সম্ভব হয়না। অন্যদিকে শ্রমিকদের মজুরি মূল্যও অনেক বেশি। তাই ক্ষেতের ধান সময় মতো কেটে ঘরে তোলা মুসকিল হয়ে পড়েছে। এরমধ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দিয়ে বিরাট উপকার করেছে। আমরা তাদের কাছে চির কৃতজ্ঞ হয়ে গেলাম।
দাদপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় দেশ এবং দেশের শোষিত-বঞ্চিত মানুষের জন্য কাজ করছে। তাঁর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগও মানবতা এবং মানবিক কর্মকান্ডে নিয়োজিত। তারই ধারাবাহিকতায় আমরা কৃষকের পাশে দাঁড়িয়েছি। আজকে দুইজন কৃষকের ৫৪ শতাংশ জমির পাকা বোরো ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দিয়েছি। আমাদের এই কর্মসূচি পুরো বোরো মৌসুমে অব্যাহত রাখা হবে।