নোয়াখালীতে সর্বজনীন পেনশন স্কিম মাঠ পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সর্বজনীন পেনশন স্কিম জেলা বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়।
আজ রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে মাঠ পর্যায়ে জনসচেতনা সৃস্টির লক্ষ্যে ব্যাপক প্রচার প্রচারণা চালানোর বিষয়ে সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে জনসচেতনা সৃস্টিতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন, ধর্মীয় নেতা এবং গণমাধ্যকর্মীদের সম্পৃক্ততা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করা হয়।
কমিটির সভাপতি জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যঅন্যের মধ্যে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু, অতিরক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আরা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জালাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম, নোয়াখালী সরকারি কলেজে উপাধ্যক্ষ লোকমান ভূঞা, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, জেলা সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন, জেলা জামে মসজিদের খতিব দিলওয়ার হোসাইন প্রমুখ।