এনবি নিউজ : আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুল ভবনের পাশে ভয়াবহ গাড়ি বোমা ও মর্টার বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত এবং অন্তত দেড়শ জন আহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
কাবুলের শিয়া মুসলিম অধ্যুষিত দাশতে বারচি এলাকায় গতকাল (শনিবার) এই হামলা হয়। এলাকাটি রাজধানী কাবুলের পশ্চিমে অবস্থিত।
বোমা বিস্ফোরণে নিহতদের বেশির ভাগই সাইয়েদ উল শুহাদা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। ওই বিদ্যালয়ে তিন শিফটে শিক্ষার্থীরা ক্লাস করে। এর মধ্যে দ্বিতীয় শিফটে পড়ে মেয়েরা। ঠিক সেসময় হামলা হওয়ায় হতাহতদের বেশির ভাগই মেয়ে শিক্ষার্থী।
আহতদের অনেকের অবস্থা সংকটাপন্ন হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আরিয়ান এসব তথ্য জানিয়েছেন।
স্থানীয় টিভি চ্যানেলের ফুটেজে দেখা যায়, সংশ্লিষ্ট এলাকায় রক্তে রঞ্জিত রাস্তায় শিক্ষার্থীদের বই, ব্যাগ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর, আহতদের সাহায্য করতে ছুটে আসছেন স্থানীয় বাসিন্দারা।
আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বোমা হামলার জন্য তালেবানকে দায়ী করেছেন, তবে তালেবান তা প্রত্যাখ্যান করেছে।
আফগানিস্তান থেকে যখন মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে তখন এই বোমা হামলার ঘটনা ঘটল। মার্কিন সেনা প্রত্যাহারকে কেন্দ্র করে দেশটির রাজধানী কাবুল উচ্চ সতর্কতায় রয়েছে।