এনবি নিউজ : জাতীয় পরিচয়পত্রের তথ্য নিয়ে আজ রোববার সকালে গাজীপুরের চারটি গার্মেন্টসে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। ওই চারটি গার্মেন্টসের অন্তত ১০ হাজার শ্রমিককে নিবন্ধন ছাড়া আজ রোববার টিকা দেওয়া হবে। ক্রমান্বয়ে অন্যান্য গার্মেন্টসেও এই টিকা কার্যক্রম চলবে।
গাজীপুরের সিভিল সার্জন জানান, এই শ্রমিকদের জাতীয় পরিচয়পত্র আগেই নেওয়া হয়েছে। আপাতত সুরক্ষায় রেজিস্ট্রেশন করা হচ্ছে না।
এ সময় বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন