এনবি নিউজ : অন্তঃসত্ত্বা নারীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার সুপারিশ করেছে দেশে টিকা বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি। অপরদিকে ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ (নাইট্যাগ) দুধ পান করানো মায়েদেরও টিকা দেওয়ার সুপারিশ করেছে।
নাইট্যাগের সদস্য ডা. বে-নজির আহমেদ সোমবার এনবি নিউজকে বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, তাদের টিকা দেওয়া যেতে পারে। এ সংক্রান্ত মতামত রেখেছি।”
এর মধ্যে হাই কোর্টে একটি রিট আবেদন হলে সোমবারই আদালত বলেছে, অন্তঃসত্ত্বা নারীদের টিকা দেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্ত যেন আগামী ৭২ ঘণ্টার মধ্যে জানানো হয়।
বে-নজির জানান, গত ৩১ জুলাই নাইট্যাগের বৈঠকে টিকা দেওয়ার সুপারিশ করেন তারা।
“সরকারের তরফ থেকে আমাদের কাছে মতামত চেয়েছিল- অন্তঃসত্ত্বা ও দুধ পান করানো মায়েদের টিকা দেওয়া যাবে কি না?”
অবসট্রাক্টিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ-ওজিএসবি স্বাস্থ্য অধিদপ্তরের টিকা দেওয়ার বিষয়টি উপস্থাপন করেছিল।
ডা. বে-নজীর বলেন, “সরকার নিজেই চাচ্ছিল তাদের টিকা দেওয়ার জন্য। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি মহোদয় বলেছিল- আমরা দিতে চাই; নাইট্যাগের কাছে পরামর্শ চাচ্ছি। নাইট্যাগ প্রথম থেকে মন্ত্রণালয়, অধিদপ্তরকে করোনা টিকার ব্যাপারে পরামর্শ দিয়ে আসছি। আমরা স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে আমরা মতামত দিই; উনারা সুবিধা-অসুবিধা দেখে উনাদের মতো করে সিদ্ধান্ত নেন।”