এনবি নিউজ : আজ বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সহকারী সচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বিনা জরিমানায় মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়, অর্থ বিভাগের ৩০-০৯-২০২১ তারিখের স্মারকের সম্মতির প্রেক্ষিতে পূর্বের ধারাবাহিকতায় জরিমানা ব্যতীত মূল কর ও ফি জমা প্রদানপূর্বক সকল প্রকার মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ৩১-১২-২০২১ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো।
এ টি