• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন

অসুস্থ রওশন এরশাদের কাছে ক্ষমা চাইলেন ও কাঁদলেন বিদিশা

Avatar
সেন্ট্রাল ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১ সংবাদটির পাঠক ১ জন

এনবি নিউজ : ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদের কাছে ক্ষমা চাইলেন প্রয়াত এইচএম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা।

হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) প্রায় নিস্তেজ অবস্থায় থাকা ৭৮ বছর বয়সী রওশনকে রবিবার দেখতে গিয়ে তাকে ছুঁয়ে বিদিশা ক্ষমা চান। পুত্র এরিক ও ‘হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট’এর চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ এ সময় বিদিশার সঙ্গে ছিলেন। এছাড়াও পার্টির যুগ্ম মহাসচিব কর্নেল অবসরপ্রাপ্ত শাহজাহান সিরাজ, মেজর অবসরপ্রাপ্ত শিকদার আনিসুর রহমান ও প্রচার প্রকাশনা সম্পাদক নাফিজ মাহবুব উপস্থিত ছিলেন।

বিদিশা এরশাদ, এরিক ও কাজী মামুন আইসিউর ভেতরে যান এবং রওশন এরশাদের বেডের পাশে দাঁড়িয়ে তাঁর স্বাস্থ্যের সব শেষ অবস্থার খোঁজ নেন। এসময় সেখানে এক হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়। পল্লীবন্ধুপুত্র এরিক ও বিদিশা এরশাদ কান্নায় ভেঙ্গে পড়েন। তারা দু হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করেন।

মানসিকভাবে প্রস্তুত না থাকায় এমন পরিস্থিতিতে উপস্থিত শীর্ষনেতারও ভেঙ্গে পড়েন। এসময় উপস্থিত সবাই দোয়া মোনাজাতে অংশ নেন।

বিদিশা বলেন, তিনি রওশনের শয্যার সামনে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। তখন তার চোখ গড়িয়ে অশ্রু ঝরছে। বার্ধক্যসহ নানা জটিলতায় জীবন সংকটে থাকা রওশনের শয্যার সামনে দাঁড়িয়ে তার সুস্থতা কামনায় এরিক ও কাজী মামুনকে নিয়ে দোয়া পড়ে মোনাজাত করেন বিদিশা।

অশ্রুসজল বিদিশা বলেন, প্রথমে এরিক ওনাকে (রওশনকে) স্পর্শ করে বলেন- মা, আমি এসেছি। রওশন এরশাদ চোখ মেললেন, কিন্তু কথা বলার মতো শক্তি নেই, শুধু ক্ষীণ কণ্ঠে একটি শব্দ উচ্চারণের চেষ্টা করলেন, কিন্তু শব্দটি অত্যন্ত অস্পষ্ট।’

বিদিশা বলেন, পরে আমি ওনাকে ছুঁয়ে বললাম- আমি ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আপনি চিন্তা করবেন না, সাদ (রওশন পুত্র রাহ্গীর আল মাহি সাদ এরশাদ) আমারও সন্তান, আমি ওকে দেখে রাখবো। তিনি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলেন আর কাঁদলেন।

পরে বাইরে এসে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ। তিনি বলেন, রওশন ম্যাডামকে দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। উনি খুব কষ্ট পাচ্ছেন, আল্লাহ ওনাকে ক্ষমা করুন। বেগম রওশন এরশাদের বর্তমান স্বাস্থ্যগত অবস্থা আগের তুলনায় ভাল। এখন অনেকটাই স্বাভাবিক। নড়াচড়াও করছেন। তবে চিকিৎসকদের বক্তব্য বেগম রওশন এরশাদের শারীরিক জটিলতা অনেক দিনের।

কাজী মামুন আরও জানান, এখন বাকীটা আল্লাহর হাতে। আল্লাহ চানতো সবার দোয়ায় বিরোধী দলীয় নেতা পুরোপুরি সুস্থ হয়ে আবারো স্বাভাবিক জীবনে ফিরবেন এমনটা প্রত্যাশা সবার।

গত ১৪ আগস্ট থেকে সিএমএইচে চিকিৎসাধীন রওশন এরশাদ।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:০১ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:২০ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৫ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫০ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩০ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!